shono
Advertisement

Breaking News

পাগড়ি পড়ে হাজির নতুন সুপারহিরো ‘ফ্লাইং জাট’

কৃষ, রা-ওয়ানদের টক্কর দিতে মাঠে নেমে পড়ল ‘ফ্লাইং জাট’৷ The post পাগড়ি পড়ে হাজির নতুন সুপারহিরো ‘ফ্লাইং জাট’ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:00 PM Jul 10, 2016Updated: 03:32 PM Jul 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের মাটিতে উড়ে এসে জুড়ে বসল নতুন সুপারহিরো৷ কৃষ, রা-ওয়ানদের টক্কর দিতে মাঠে নেমে পড়ল ‘এ ফ্লাইং জাট’৷ প্রকাশিত হল তার প্রথম ঝলক৷ প্রথম ঝলকে আপাদমস্তক নীল পোশাকে পাগড়ি পড়ে অবতীর্ণ হয়েছেন টাইগার শ্রফ৷ সঙ্গে অস্কারজয়ী হলিউডি ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ খ্যাত ভিলেন ন্যাথান জোনস৷

Advertisement

সাত ফুটের ভিলেনকে এক ঘুসিতে উড়িয়ে দেওয়ার পাশাপাশি নায়িকা জ্যাকলিনের সঙ্গে রোমান্সও করতে দেখা যাবে বলিউডের নতুন সুপারহিরোকে৷ অ্যাকশন-থ্রিল-রোমান্স এবং হ্যাপি এন্ডিং, সুপারহিরো ছবির সব রসদই মজুদ থাকছে প্রযোজক একতা কাপুরের ‘ এ ফ্লাইং জাট’-এ৷ প্রথম ঝলকে অন্তত সেই আভাসই পাওয়া গেল৷ বাকিটা সময়ের হাতে৷

The post পাগড়ি পড়ে হাজির নতুন সুপারহিরো ‘ফ্লাইং জাট’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement