সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বাঁকুড়ার হীরাবাঁধের খাদ্য ও সরবরাহ বিভাগ। অ্যাডিশনাল ডেটা এন্ট্রি অপারেটর (Additional Data Entry Operator) পদে কর্মী নিয়োগ করা হবে। কোনও লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বরে ইন্টারভিউতে অংশ নিতে হবে।
ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
- ন্যূনতম স্নাতক হলে এই শূন্যপদের জন্য ইন্টারভিউতে অংশ নিতে পারেন।
- এছাড়াও ইন্টারভিউতে অংশগ্রহণকারীর কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
[আরও পড়ুন: ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? আপনার জন্য রয়েছে সুযোগ, জেনে নিন বিস্তারিত]
অংশগ্রহণকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখের ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা ইন্টারভিউতে অংশ নিতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন পাবেন।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
কম্পিউটারভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
- আগ্রহী প্রার্থীকে আগামী ২০ ডিসেম্বর ইন্টারভিউয়ে অংশ নিতে হবে।
- ইন্টারভিউ দিতে চাইলে ওইদিন সকাল ১০টায় হীরাবাঁধ ব্লক ডেভেলপমেন্ট অফিসে যেতে হবে।
- ইন্টারভিউয়ে অংশগ্রহণকারীর সঙ্গে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সের প্রমাণপত্র।
শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://bankura.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।