shono
Advertisement
Darjeeling Best Restaurants

বর্ষবরণে দার্জিলিঙে? গ্লেনারিসের ভিড় এড়িয়ে ঢুঁ মারুন এই ৫ রেস্তরাঁয়, পয়সা উসুল হবেই!

এই রেস্তরাঁগুলিতে খাওয়ার খরচ একেবারেই সাধ্যের মধ্যে।
Published By: Sayani SenPosted: 04:53 PM Dec 29, 2025Updated: 05:51 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণে শৈলশহর দার্জিলিং অনেকের প্রথম পছন্দ। আর সেখানে যাওয়া মানেই গ্লেনারিসে খাওয়াদাওয়া। অতি জনপ্রিয় ওই রেস্তরাঁয় বড্ড ভিড়। যাঁরা ভিড়ভাট্টা পছন্দ করেন না, তাঁরা সেখানে যেতে চান না। পরিবর্তে পাহাড়ে গিয়ে কিছুটা সময় একটু নিরিবিলিতে কাটাতে চান? তবে আপনার জন্য রইল কম খরচে পাঁচ অচেনা রেস্তরাঁর খোঁজ। খাবারের স্বাদেই পয়সা উসুল হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

পরিচিতি তেমন না থাকলেও খাবারের স্বাদে সকলের মন জয় করেছে তিব্বতি রেস্তরাঁ জ্যাং জং। এই রেস্তরাঁয় গেলে অবশ্য বড়া মোমো বা টাইফো আপনাকে চেখে দেখতেই হবে। সঙ্গে পিঁয়াজ এবং চিকেনের স্যুপ। দু'জন মিলে এই রেস্তরাঁয় খেতে খরচ পড়বে মাত্র ১৫০ থেকে ২০০ টাকা। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা খোলা থাকে রেস্তরাঁ। তাই বেড়াতে বেরিয়ে হাঁফিয়ে গেলে এই রেস্তরাঁয় ঢুঁ মারতেই পারেন।

মাংস এবং পিঁয়াজের ফিলিংয়ে ডিপ ফ্রাই করা মুচমুচে সাফালে না খেলে দার্জিলিং ঘোরা সম্পূর্ণ হয় নাকি! আর এই খাবারের স্বাদ নিতে চাইলে চৌরাস্তা থেকে রবার্টসন রোড ধরে একটু এগিয়ে নওয়াংশ রেস্তরাঁও হতে পারে আপনার গন্তব্য। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে রেস্তরাঁ। দু'জনে খরচ পড়বে ২৫০ থেকে মাত্র ৩০০ টাকা।

ক্লক টাওয়ারের কাছে কাঠমাণ্ডু কিচেনের বয়স খুব বেশি নয়। ২০১৬ সালে শুরু হয়েছে পথচলা। নেপালি গ্রামের রান্নাঘরের আদপে সাজানো তৈরি এই রেস্তরাঁর খাবার একবার চেখে দেখা যেতেই পারে। নেওয়ারি ক্যুইজিন এখানে চেখে দেখুন। এছাড়া ঝোলে ভাসা মোমো বা চিকেন মোমোচা, চিকেন চাট্টামারি বা নেপালি পিজ্জায় একবেলা রসনাতৃপ্তি হতেই পারে। সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রেস্তরাঁ। দু'জনে খেতে খরচ পড়বে ৮০০ -৯০০ টাকা।

পড়ন্ত বেলায় দার্জিলিংয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান? তাহলে একবার ঢুঁ মারুন মাচান ক্যাফেতে। সমস্যা একটাই চার রেস্তরাঁয় আপনাকে উঠতে হবে সিঁড়ি ভেঙে। স্টিম মোমোকে চিলি সসে টস করা সি মোমো অবশ্যই খান। আর শেষপাতে হক চকলেট খেতেই হবে। খরচ খুবই সামান্য। দু'জনে খেতে মাত্র ৭০০-৮০০ টাকা খরচ হতে পারে।

বাতাসিয়া লুপে বসে চাইনিজ খাবারে পেট ভরাতে চান? তবে অবশ্যই যেতে হবে বাতাসিয়া রেস্তরাঁয়। স্টার্টারে চেখে দেখুন স্ক্রিসপি চিকেন। মেন কোর্সে থাক মিক্সড ফ্রায়েড রাইস। এখানকার চিলি ফিশও বেশ জনপ্রিয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষবরণে শৈলশহর দার্জিলিং অনেকের প্রথম পছন্দ।
  • আর সেখানে যাওয়া মানেই গ্লেনারিসে খাওয়াদাওয়া। অতি জনপ্রিয় ওই রেস্তরাঁয় বড্ড ভিড়।
  • ভিড় পছন্দ না হলে অচেনা কয়েকটি রেস্তরাঁয় ঢুঁ মারতেই পারেন।
Advertisement