shono
Advertisement
Labubu

এবার নিখরচায় পেতে পারেন ভাইরাল 'লাবুবু' পুতুল, কীভাবে?

'লাবুবু' জ্বরে ভুগছেন আপনিও?
Published By: Sayani SenPosted: 08:58 PM Jul 04, 2025Updated: 07:04 AM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় বড় দাঁত বের করে চওড়া হাসি। গোল গোল চোখ। অদ্ভুত দর্শন এই 'লাবুবু' পুতুলই এখন ট্রেন্ড। যা কিনতে হাজার হাজার টাকা খরচ হতে পারে। কিন্তু নিখরচে যদি মেলে সেই পুতুল, তবে কেমন হয়? নিশ্চয়ই ভাবছেন কীভাবে পাওয়া যাবে? তবে চলুন বিষয়টা খোলসা করা যাক।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের দুই রেস্তরাঁ কর্তৃপক্ষ 'লাবুবু' জ্বরে কাবু। সেগুলি হল - মার্সি এবং অল সেন্টস। এই দুই রেস্তরাঁ অত্যন্ত ভাইরাল 'লাবুবু'কে নিয়ে বিভিন্ন অফার আনা হয়েছে।

অল সেন্টস
মুম্বইয়ের এই রেস্তরাঁয় 'লাবুবু টেবিল'-এর আয়োজন করেছে। মেনুতে থাকছে লাবুবু'স চিপটেল পনির, স্টাফড অ্যান্ড স্নিকি রাভিওলি, চকো ক্যারামেল ক্লাউড। এই মেনুগুলি নিয়ে ৫ হাজার টাকা বিল করতে পারলে 'লাবুবু' পেতে পারেন বিনামূল্যে। কিংবা পাঁচজন একটি টেবিলে বসে খাওয়াদাওয়া করলে একটি 'লাবুবু' পাওয়া যাবে।

তবে অনেকেরই প্রশ্ন, গাঁটের কড়ি খরচ না করে খাঁটি 'লাবুবু' পুতুল কি পাওয়া সম্ভব? যদিও কর্তৃপক্ষের দাবি, রেস্তরাঁর তরফে যে পুতুলটি দেওয়া হবে তা সত্যি খাঁটি। কারণ, কোনও গ্রাহকের সঙ্গে প্রতারণা করতে চায় না রেস্তরাঁ কর্তৃপক্ষ।

তাই আর দেরি না করে তাড়াতাড়ি পরিকল্পনা করুন। আর প্রিয়জনের হাত ধরে 'লাবুবু' জ্বরে গা ভাসিয়ে সারুন পেটপুজো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইয়ের দুই রেস্তরাঁ কর্তৃপক্ষ 'লাবুবু' জ্বরে কাবু।
  • সেগুলি হল - মার্সি এবং অল সেন্টস।
  • এই দুই রেস্তরাঁ অত্যন্ত ভাইরাল 'লাবুবু'কে নিয়ে বিভিন্ন অফার আনা হয়েছে।
Advertisement