সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুঝনিকির অভিশাপ মুছে ফেলার প্রথম সুযোগ বিশ্বচ্যাম্পিয়নদের সামনে শনিবার সোচির ফিশট ওলিম্পিক স্টেডিয়ামে। শেষ পাঁচবারের মধ্যে চারবারের কাপ চ্যাম্পিয়নদের অভিশাপ মুছে ফেলার দায়িত্বও ইয়োগি লো-র দলের কাঁধে। জার্মানি আজ সুইডেন ম্যাচ শুধু নিজেদের গভীর গাড্ডা থেকে উদ্ধার করতে খেলবে না, সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলের একটা অপয়া ‘মিথ’ ভেঙে দেওয়ার লক্ষ্যেও খেলবে। ১৯৯৮ চ্যাম্পিয়ন ফ্রান্স, ২০০৬ চ্যাম্পিয়ন ইতালি, ২০১০ চ্যাম্পিয়ন স্পেন। তিন-তিনটে বিশ্বচ্যাম্পিয়ন চার বছর পরের বিশ্বকাপে গ্রুপ টপকাতে পারেনি। ২০১৪ চ্যাম্পিয়ন লোর জার্মানির উপর এবার সেই কালো ছায়া।
[আর্জেন্টিনার হার মানতে না পেরে নদীতে ঝাঁপ কেরলের মেসি-ভক্তের!]
প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে নুয়্যার-মুলার-ওজিলরা রাশিয়ায় গ্রুপ থেকেই বিদায় নেবেন কিনা সেই প্রশ্ন এখন বিশ্বজুড়ে। গ্রুপের পরের দু’টো ম্যাচেই এখন জার্মানির কাছে ‘মাস্ট উইন’ সিচুয়েশন। সুইডেনের পরে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও কার্যত মরণ-বাঁচন পরিস্থিতি জার্মানদের। এমনকী শনিবার যদি এই গ্রুপে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে হারায়, আর সুইডেনের কাছে জার্মানি হারে, তাহলে বিশ্বচ্যাম্পিয়নরা আজই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। এসব জটিল সমীকরণের মধ্যে আবার রয়েছে চোট-যন্ত্রণা। দলের অন্যতম সেরা ডিফেন্ডার হামেলস চোটের জন্য আজ মাঠে নামতে পারছেন না, তাঁর পরিবর্ত হিসেবে আসতে পারেন অ্যান্টোনিও রুডিগার।
[বিশ্বকাপের আবহে ফুটবলের প্রচারে মঞ্চে ৯ কন্যার অভিনব নাচ]
শোনা যাচ্ছে, প্রথম ম্যাচে হার লোর দলকে দু’টো ভাগ করে দিয়েছে। সিনিয়র, মানে যাঁরা ২০১৪ বিশ্বকাপজয়ী দলে ছিলেন বনাম জুনিয়র, মানে যাঁরা গত বছর দ্বিতীয় সারির জার্মানিকে কনফেডারেশনস কাপ চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু সেসব দাবি উড়িয়ে দিচ্ছে জার্মান শিবির। উলটে অকুতোভয় হাবভাব দেখাচ্ছেন স্যামি খেদেইরা থেকে টমাস মুলার, মেসুট ওজিল থেকে টনি ক্রুজ। মুলারের দাবি, ‘বিশ্বকাপে আমাদের নক আউট পর্ব সুইডেন ম্যাচ থেকেই শুরু হয়ে যাচ্ছে। এখন থেকে আমরা প্রতিটা ম্যাচকে নক আউট ভেবে খেলব। যেখানে নিজেদের সেরাটা না দিতে পারলে আর কোনও উপায় নেই। আর সেরা পারফরম্যান্স করাটাই আমাদের লক্ষ্য।’
[রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী ব্রাজিল, বিশ্বকাপে গোলের খাতা খুললেন নেইমার]
অন্যদিকে, প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বেশ সুবিধাজনক জায়গায় সুইডেন। তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ১ পয়েন্টের জন্যও নামতে পারেন সুইসরা। সুইডেন শিবিরের খবর, ৪-৪-২ ফর্মেশনে নামবেন তাঁরা। কাজে লাগানো হবে মিডফিল্ড তারকা এমিল ফ্রসবার্গকে। বুন্দেশলিগায় আরবি লিপজিগে খেলার দরুণ তিনি এই জার্মান দলের অনেক ফুটবলারের নাড়ি-নক্ষত্র জানেন। তবে এই ম্যাচের আগে নজর থাকবে বেলজিয়াম বনাম তিউনিশিয়ার লড়াইয়ের দিকে। প্রথম ম্যাচেই নিজেদের কালো ঘোড়া হিসেবে তুলে ধরেছেন হ্যাজার্ডরা। এদিন জিততে পারলেই নক আউটে পৌঁছে যাবে বেলজিয়াম।
The post দ্বিধাবিভক্ত জার্মান শিবির! সুইডেন ম্যাচের আগে অস্বস্তি কাটাতে মরিয়া জোয়াকিম লো appeared first on Sangbad Pratidin.