শনিবার বেঙ্গল সুপার লিগে মুখোমুখি হয়েছিল সুন্দরবন বেঙ্গল অটো এফসি বনাম নর্থ চব্বিশ পরগনা এফসি। দুই দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে প্রথম চারে নিজেদের জায়গা মজবুত করতে চাইছিল সুন্দরবন। অন্যদিকে, কোয়ালিফিকেশনের দৌড়ে টিকে থাকতে হলে নর্থ ২৪ পরগনাকে বাকি ম্যাচে জিততেই হত। যদিও ক্যানিং স্টেডিয়ামে লিগের ৪৮তম ম্যাচটি পরিত্যক্ত হল।
প্রথমার্ধে কোনও দলই গোলের খাতা খুলতে পারেনি। ৩৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুলেমান মহম্মদ। এর ফলে ১০ জন হয়ে যায় সুন্দরবন বেঙ্গল অটো এফসি। তবে দমে যাননি মেহতাব হোসেনের ছেলেরা। আক্রমণাত্মক মেজাজ বজায় রাখেন তাঁরা। প্রথমার্ধের ঠিক আগে তারকা ফরোয়ার্ড রিচমন্ড কোয়াসি ওউসুর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে মরিয়া শুরু করে ১০ জনের সুন্দরবন। তবে খেলার গতির বিরুদ্ধে গিয়ে ৫৮ মিনিটে ডেডলক ভাঙে নর্থ ২৪ পরগনা এফসি। জোমুয়ানসাঙ্গা ব্যক্তিগত মুন্সিয়ানায় একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন। এগিয়ে যায় চব্বিশ পরগনা। ৮৮ মিনিটে নর্থ ২৪ পরগনার হয়ে ব্যবধান বাড়ান কুন্তল পাখিরা।
এর কিছুক্ষণ পরেই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে সুন্দরবন বেঙ্গল অটো এফসি মাঠ ছেড়ে চলে যায়। রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুন্দরবন কর্তা। তবে বেঙ্গল সুপার লিগ থেকে জানানো হয়েছে, খেলার মাঠে এই ধরনের ঘটনাগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে। নিয়ম অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে।
