দুলাল দে: ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সামনে ১৪টি ক্লাব সম্মত হওয়ার পর থেকে দ্রুততার সঙ্গে শুরু হওয়ার বদলে যেন শীতঘুমে চলে গিয়েছে ফেডারেশন। আইএসএলের ক্লাবগুলি বুঝতে পারছে না, কবে ফেডারেশনের গভর্নিং কমিটি গঠন হবে। কবেই বা ক্রীড়াসূচি তৈরি হবে। এরমধ্যে ওড়িশা আবার সোমবার বিকেল পর্যন্ত সময় নিয়ে ফেডারেশনকে চিঠিতে লিখেছে, চূড়ান্তভাবে জানিয়ে দেবে, তারা টাকা খরচ করে আইএসএলে খেলতে পারবে কি না। সঙ্গে অন্যান্য ক্লাবরাও দোলাচলে ভুগতে শুরু করেছে, শুধুমাত্র আর্থিক কারণে। এর মধ্যেই শনিবার আইএসএলের ক্লাবগুলিকে চিঠি দিয়ে ফেডারেশন জানিয়ে দিল, সোমবার দুপুর ১২টার মধ্যে সব ক্লাবকে জানাতে হবে, তাদের হোম গ্রাউন্ড কোনটা হবে?
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনার পর ক্লাবগুলি অপেক্ষা করছিল, কবে ফেডারেশন সব কিছুর চূড়ান্ত রূপ তাদের জানাবে। এদিন, শনিবার বিকেলে ক্লাবগুলির কাছে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ যে চিঠি পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, ২০২৫-২৬ মরশুমের আইএসএল আয়োজনের জন্য বাজেট ধরা হয়েছে, ২৪ কোটি ২৬ লক্ষ ৭৪ হাজার টাকা। যার মধ্যে ৯ কোটি ৭৭ লক্ষ ৪০ হাজার টাকা ফেডারেশন দেবে। তবে অন্যান্য খরচ ছাড়াও প্রতিটি ক্লাবকে ১ কোটি করে টাকা দিতে হবে। ক্লাবগুলি সোমবার ১২টার মধ্যে তাদের হোম গ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত জানানোর পর ফেডারেশন এই মরশুমের আইএসএল চালানোর জন্য ক্লাব এবং ফেডারেশন কর্তাদের নিয়ে গভর্নিং কমিটি গঠন করবে।
ক্লাবগুলির তরফে আইএসএলে অংশগ্রহণের চূড়ান্ত খসড়া জানার পর সম্প্রচার সত্ত্বের অংশীদার নিয়োগের জন্য কথা বলতে পারবে। ক্লাবগুলি যে মুহূর্তে আইএসএলে অংশগ্রহণের ব্যাপারে লিখিত জানাবে, তারপরই ম্যাচ সংখ্যা বুঝে নিয়ে স্লট পাওয়ার জন্য এএফসিকে চিঠি লিখবে। পাশাপাশি ক্রীড়াসূচি থেকে অন্যান্য বিষয়, যেমন, ভেনু পরিদর্শনের কাজও শুরু করতে পারবে নতুন গভর্নিং কমিটি। ফেডারেশন মনে করছে, আইএসএল শুরু করার জন্য পুরো বিষয়টি আটকে রয়েছে, ক্লাবগুলির তরফে সরকারি ভাবে সম্পূর্ণ খসড়া না পাওয়ার জন্য। সেই কারণেই ক্লাবগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার দুপুর ১২টার মধ্যে লিখিত সম্মতি জানাতে হবে। তারপরই বোঝা যাবে, এই মরশুমের আইএসএলে ক'টি ক্লাব খেলতে সম্মত রয়েছে। উল্লেখ্য, লিওনেল মেসির কলকাতা সফরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। স্টেডিয়াম সংস্কার করে সেখানে কি আইএসএলের ম্যাচ আয়োজন করা যাবে?
