সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার এসিএল টু'য়ের গ্রুপ বিন্যাস প্রকাশিত হয়েছে। সেখানে একই গ্রুপে রয়েছে এফসি গোয়া এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের। অর্থাৎ এসিএল টু খেলতে গোয়ায় আসবে রোনাল্ডোর দল। তবে আল নাসেরের চুক্তি অনুযায়ী, পর্তুগিজ মহাতারকা নিজে ভারতে খেলতে আসবেন না। অন্যদিকে, মোহনবাগানের গ্রুপে রয়েছে অপেক্ষাকৃত অনামী প্রতিপক্ষরা।
শুক্রবার সকালে এসিএল টু'য়ের গ্রুপ বিন্যাস প্রকাশিত হয়েছে। সেখানে গ্রুপ সি'তে রয়েছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'য়ের গ্রুপ পর্বে মোহনবাগান খেলবে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক দল। অন্যদিকে গ্রুপ ডি'তে রয়েছে এফসি গোয়া। ওই গ্রুপে আল নাসের ছাড়াও রয়েছে আল জাওরা এসসি এবং এফসি ইস্তিকলোল।
প্রসঙ্গত, গতবছর এসিএল ২-এ স্বপ্নভঙ্গ হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডের। মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল রাভশানের বিরুদ্ধে। সেই ম্যাচ ড্র হয়। ঘরের মাঠের ম্যাচের পর ইরানে ট্রাক্টরের সঙ্গে ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার মাঝেই উত্তপ্ত হয়ে যায় সেদেশের পরিস্থিতি। ম্যাচের আগের দিনই ইজরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালেস্টিক মিসাইল ছুঁড়ল ইরান। যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে ইরানে খেলতে যেতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড।
আগামী এসিএল টু'য়ের গ্রুপ পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে। এই পর্বে রাউন্ড রবিন লিগের মাধ্যমে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক ক্লাব। ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পর্ব। নকআউট পর্বের খেলা শুরু হবে ২০২৬ থেকে। টুর্নামেন্টের ফাইনাল আগামী বছর ১৬ মে।
