shono
Advertisement
FIFA

বিশ্বকাপের আগে ১,২৪৮ জন ফুটবলারকে 'স্ক্যান'! আসতে চলেছে ফিফার নয়া নিয়ম

ফুটবলারদের ছবি তোলা হবে কেন?
Published By: Prasenjit DuttaPosted: 10:28 PM Jan 09, 2026Updated: 10:28 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিশ্বকাপে নতুন প্রযুক্তি আনতে চলেছে ফিফা? উত্তরটা 'হ্যাঁ' হলে অবাক হওয়ার কিছু থাকবে না। যা খবর, তাতে প্রত্যেক ফুটবলারের জন্য থ্রি-ডি ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে চলেছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা। যা এআই-ভিত্তিক। 

Advertisement

কিন্তু কেন এমন প্রযুক্তি চালু করতে চলেছে ফিফা? তাদের ধারণা, আধা স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে আরও সঠিকভাবে কাজ করবে অফসাইড প্রযুক্তি। এবারের বিশ্বকাপে ৪৮টি দল খেলবে। সেখানে ২৬ জন করে প্লেয়ার। অর্থাৎ সব মিলিয়ে ১,২৪৮ জন। প্রত্যেকেরই ডিজিটাল স্ক্যান তৈরি করা হবে।

ফিফার জানিয়েছে, ফুটবলারদের শরীরে নিখুঁত মাপ নিয়ে এই ডিজিটাল স্ক্যান তৈরি হবে। এতে দ্রুত নাড়াচাড়া ধরা পড়বে। সহজেই সেই ফুটবলারকে চিহ্নিত করা যাবে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রিপ্লেকে আরও নিখুঁত করে তোলাই এর লক্ষ্য। সম্প্রতি লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিক শোতে বক্তব্য রেখেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানেই তিনি এই উদ্যোগের কথা ঘোষণা করেন।

কীভাবে ফুটবলারদের ছবি তোলা হবে? প্রত্যেকের জন্য বরাদ্দ থাকবে একটা বিশেষ চেয়ার। স্ক্যান করার সময় সেখানে বসতে হবে। মাত্র এক সেকেন্ডের মধ্যে স্ক্যানের কাজ শেষ করতে হবে। একবারই হবে এই স্ক্যান। জানা গিয়েছে, বিশ্বকাপের আগে ফটোশুটের সময়েই সম্পন্ন হবে এই কাজ। এই স্ক্যানের ফলে দ্রুত মুভমেন্ট তো বটেই, বাধাগ্রস্ত অবস্থাতেও নির্ভুলভাবে তাঁদের গতিবিধি ধরা পড়বে। উল্লেখ্য, এমন প্রযুক্তি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্যবহৃত হয়েছে। এক মাস আগে ফ্ল্যামেঙ্গো এবং পিরামিডস এফসি'র ফুটবলারদের বিশেষ এই পদ্ধতিতে স্ক্যান করা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসন্ন বিশ্বকাপে নতুন প্রযুক্তি আনতে চলেছে ফিফা?
  • উত্তরটা 'হ্যাঁ' হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
  • যা খবর, তাতে প্রত্যেক ফুটবলারের জন্য থ্রি-ডি ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে চলেছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা।
Advertisement