ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ হলেন কোস্টারিকার প্রাক্তন ফুটবলার অ্যামেলিয়া ভালভার্দে। মহিলাদের বিশ্বকাপ ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই মুহূর্তে ভারতীয় মহিলা দল তুরস্কে রয়েছে। এশিয়ান কাপের প্রস্তুতি হিসাবে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলছে। সেখানেই যোগ দিয়েছেন এই বিদেশি কোচ।
কোস্তারিকার কোচ আমেলিয়ার সঙ্গে আসছেন তাঁর পছন্দের সহকারী কোচিং স্টাফেরাও। তাঁর সঙ্গে ভারতীয় মহিলা দলের সহকারী কোচ হচ্ছেন গোলকিপার কোচ এলি আভিলা ও স্ট্রেনথ এন্ড কন্ডিশনিং কোচ জোশ স্যাঞ্চেজ। মাত্র ২৪ বছর বয়সে খেলা ছাড়ার পর অ্যামেলিয়া কোচিং শুরু করেছেন ২০১১ সালে। দীর্ঘদিন তিনি কোস্টারিকার মহিলাদের জাতীয় দলের কোচ ছিলেন। ৩৯ বছর বয়সি ভালভার্দে নিজের দেশের জাতীয় দলের সহকারী কোচ হয়েছিলেন ২০১১ সালেই। ২০১৫ সালে হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন।
২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত কোস্টারিকার মহিলা দলকে কোচিং করিয়েছেন অ্যামেলিয়া। তাঁর কোচিংয়েই প্রথমবার মহিলাদের বিশ্বকাপে খেলতে নামে কোস্টারিকা। ২০১৫ সালের মেগা টুর্নামেন্টের গ্রুপ পর্বেই অবশ্য ছিটকে যায় অ্যামেলিয়ার দল। বিশ্বকাপের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় কোস্টারিকা। ২০১৭ সালের সেন্ট্রাল এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন। পরের বছর কোস্টারিকার ঝুলিতে আসে রুপো। পরে কনকাকাফ চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয় ২০২২ সালে। কনকাকাফে চতুর্থ হয়ে ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে কোস্টারিকার মহিলা দল। কিন্তু আবারও সবক'টি ম্যাচ হেরে গ্রপ পর্ব থেকে কোস্টারিকা বিদায় নেয়। তারপর জাতীয় দলের কোচের পদ ছেড়ে দেন অ্যামেলিয়া। টানা আটবছর কোচিং করিয়েছিলেন জাতীয় দলকে।
কোস্টারিকার জাতীয় দল ছেড়ে মেক্সিকোর ক্লাব মন্টেরিতে যোগ দেন অ্যামেলিয়া, হেড কোচ হিসাবে। ২১ মাস সময় পেয়ে তার মধ্যেই লাতিন আমেরিকার অন্যতম সেরা লিগ অ্যাপারটুরা এবং ক্লসুরা জিতে নেয় মন্টেরি। এবার তাঁর নতুন চ্যালেঞ্জ ভারতের মাটিতে। এতদিন মহিলা দলের দায়িত্ব সামলেছেন ক্রিস্পিন ছেত্রী। তাঁর সঙ্গেই যোগ দিতে চলেছেন বিশ্বকাপে কোচিং করানো অ্যামেলিয়া।
