সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে নিয়ে দীর্ঘ নাটক। দলবদলের বাজারে আলোড়ন তুলে দিয়েছিলেন। প্রায় ১৩ কোটি টাকার জরিমানা, চার মাসের নির্বাসনের মতো কঠিন শাস্তিও শোনানো হয়েছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে সব অপেক্ষার অবসান। দীর্ঘ প্রতীক্ষার পরে ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠে নামছেন আনোয়ার আলি। রবিবার আইএসএলে লাল-হলুদ জার্সিতে অভিষেক হচ্ছে তারকা ডিফেন্ডারের। প্রথমবার ইস্টবেঙ্গলের জার্সিতে আইএসএল খেলবেন মাদিহ তালাল এবং মার্ক জোথানপুইয়াও।
রবিবার অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। মাথার উপর শাস্তির খাঁড়া ঝুললেও দলের সঙ্গেই কোচি গিয়েছিলেন আনোয়ার। গত বৃহস্পতিবার ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির তরফে জানানো হয়, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে পারবেন আনোয়ার। সেই মতোই রবিবারের ম্যাচের প্রথম একাদশে আনোয়ারকে রেখেই দল সাজিয়েছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। আনোয়ার থাকার ফলে লাল-হলুদের ভঙ্গুর ডিফেন্সে অক্সিজেন মিলতে পারে।
আনোয়ার ছাড়াও এদিন প্রথমবার লাল-হলুদ জার্সি গায়ে খেলতে নামবেন দুই তারকা মাদিহ তালাল এবং মার্ক জোথানপুইয়া। কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলা দিমিত্রি দিয়ামনতাকোস এবং জিকসন সিংও রয়েছেন এদিনের প্রথম একাদশে। আগের ম্যাচে বেঙ্গালুরুর কাছে ১-০ হেরেছিল ইস্টবেঙ্গল। এবার কি জয়ের সরণিতে ফিরতে পারবে লাল-হলুদ ব্রিগেড?
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: গিল, রাকিপ, ইউস্তে, আনোয়ার, মার্ক, জিকসন, সল, জিকসন, নন্দ, মহেশ, দিমিত্রি।