সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচের আসনে 'সবুজতোতা'। আর তাঁর দলও দুরন্ত ছন্দে। রবিবার নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও অসাধারণ জয় ছিনিয়ে নিল কোচ ব্যারেটোর দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। বিপক্ষের ডেরায় গিয়ে বেঙ্গল সুপার লিগে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়লেন পাওলো সিজাররা।
রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঘরের মাঠের দর্শকদের সামনে শুরুতেই উজ্জীবিত ফুটবল উপহার দেয় নর্থ বেঙ্গল ইউনাইটেড। ১৯ মিনিটে আমোর গোলে এগিয়ে যায় নর্থ বেঙ্গল। সেই সময় যথেষ্ট দাপট নিয়ে খেলছিল তারা। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় উত্তরবঙ্গ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। খেলার চরিত্র বদলে যেভাবে আক্রমণ শানাচ্ছিল ব্যারেটোর দল, তাতে মনে হচ্ছিল গোল হওয়া সময়ের অপেক্ষা। ৬০ মিনিটে তাদের হয়ে ডেডলক ভাঙেন পাওলো। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের গোলেই সমতায় ফেরে হাওড়া-হুগলি। ৭৮ মিনিটে ডেভিড লৌরেমবামের গোলে ব্যবধান বাড়ায় তারা। শেষ পর্যন্ত খেলার ফলাফল থাকে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের পক্ষে ২-১। ম্যাচের সেরার পুরস্কার পান ডেভিড।
পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেহতাব হোসেনের দল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। দ্বিতীয় স্থানে জেএইচআর রয়্যাল সিটি এফসি। তাদের সঙ্গে ৫ ম্যাচে ১২। রবিবার নর্থ বেঙ্গলকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। তারাও রয়েছে ৫ ম্যাচে ১২ পয়েন্ট। নর্থ বেঙ্গল রয়েছে নর্থ ২৪ পরগনার পরে পঞ্চম স্থানে। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট।
