সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে, লড়াই বাড়ছে বেঙ্গল সুপার লিগে। প্রায় প্রত্যেক দিনই পয়েন্ট টেবিলে ওঠানামা চলছে। সোমবার দুপুরে জেএইচআর রয়্যাল সিটি এফসি মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুরের। ম্যাচটি শেষ হল গোলশূন্য অবস্থায়। তবে ড্র কলেও শীর্ষে পৌঁছল রয়্যাল সিটি।
গত ম্যাচে প্রথম জয় পেয়েছিল এফসি মেদিনীপুর। অর্পণ শেঠের গোলে কোপা টাইগার্স বীরভূমকে হারিয়েছিল তারা। সোমবার নিজেদের ঘরের মাঠ অরবিন্দ স্টেডিয়ামে খারাপ খেলেনি মেদিনীপুর। প্রতিপক্ষ রয়্যাল সিটিকে এক ইঞ্চিও জমি ছাড়েনি তারা। বিপক্ষ দলে ছিলেন রবি হাঁসদার মতো ফুটবলার। তিনি গোলের মধ্যেই ছিলেন। কিন্তু সজাগ ছিলেন মেদিনীপুরের ডিফেন্ডাররা।
গত ম্যাচে বর্ধমানকে হারাতে তাদের বেশ বেগ পেতে হয়েছিল। আর সোমবারের ম্যাচে জয় অধরা থাকল রয়্যাল সিটির। প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই চলে। কিন্তু কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ কিছুটা বাড়ে জেএইচআর রয়্যাল সিটি এফসির। নিজেদের মধ্যে বেশি পাস খেলে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করে। তবে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না মেদিনীপুরের ফুটবলাররাও। বেশ কয়েকবার রয়্যাল সিটির রক্ষণে হানা চালান তাঁরা। রয়্যাল সিটিও একাধিকবার সুযোগ পেলেও কিছুতেই গোল হল না। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল ০-০।
ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রয়্যাল সিটি পৌঁছে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট দ্বিতীয় মেহতাব হোসেনের দল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। তৃতীয় স্থানে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। তারা রয়েছে ৫ ম্যাচে ১২ পয়েন্টে। এরপর একে একে নর্থ ২৪ পরগনা, নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, এফসি মেদিনীপুর, বর্ধমান ব্লাস্টার্স, কোপা টাইগার্স বীরভূম।
