shono
Advertisement
Lionel Messi

পিছিয়ে গেল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা, কবে মেসি-ইয়ামালদের বহুপ্রতীক্ষিত ম্যাচ?

কারণ হিসেবে উঠে আসছে সূচি জটিলতার কথা।
Published By: Prasenjit DuttaPosted: 05:25 PM Mar 29, 2025Updated: 05:25 PM Mar 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের মাঝামাঝি হওয়ার কথা ছিল বহুপ্রতীক্ষিত ফিনালিসিমা। কিন্তু সেই লড়াই পিছিয়ে যেতে চলেছে। গত বছর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। অন্যদিকে, ইউরো জেতে স্পেন। এরপরেই দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন দলের এই ম্যাচ হওয়া নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। তবে আপাতত এই ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে, মেসি-ইয়ামালদের লড়াই দেখতে ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Advertisement

কী এমন ঘটল যে, এমন মেগা ম্যাচ পিছিয়ে দিতে হল? কারণ হিসেবে উঠে আসছে সূচি জটিলতার কথা। আর সেই কারণেই ম্যাচটি কবে হবে, তা নিয়ে এখন অবধি কোনও দিনক্ষণ ঠিক হয়নি। আপাতত আর্জেন্টিনা এবং স্পেন দুই দলের সামনে ঠাসা ক্রীড়াসূচি। আর্জেন্টিনা বিশ্বকাপের বাছাই পর্বে খেলছে। স্পেনের সামনেও রয়েছে বাছাই পর্বের ম্যাচ। তাই ফিনালিসিমা পিছিয়ে যাচ্ছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানাচ্ছে, ২০২৬ সালের মার্চ কিংবা এপ্রিলে হতে পারে এই ম্যাচ।

ওয়াকিবহাল মহলের ধারণা, ম্যাচ পিছিয়ে যাচ্ছে স্পেনের ক্রীড়াসূচির কারণে। তাদের সামনে রয়েছে উয়েফা লিগের ফাইনাল। তাছাড়াও তাদের ছ-ছ'টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে হবে এখনও। অন্যদিকে, আর্জেন্টিনার সামনে সেপ্টেম্বরের পর নেই কোনও বাছাই পর্বের ম্যাচ। এ দিক থেকে দেখতে গেলে তাদের দিক থেকে কোনও সমস্যা থাকার কথা নয়।

সূত্রের খবর, ম্যাচটি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে পারে। ২০২২-এ ইতালির বিরুদ্ধে ওয়েম্বলিতে ফিনালিসিমায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে জেতে আকাশি-সাদা ব্রিগেড। তাই কনমেবল চাইছে ম্যাচটি ইউরোপের বাইরে কোথাও আয়োজন করতে। উল্লেখ্য, মোট ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলই জিতেছে ৬ বার। দু'টি ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছরের মাঝামাঝি হওয়ার কথা ছিল বহুপ্রতীক্ষিত ফিনালিসিমা।
  • কিন্তু সেই লড়াই পিছিয়ে যেতে চলেছে।
  • এই লড়াই দেখতে ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Advertisement