স্টাফ রিপোর্টার: ভোটার তালিকা চূড়ান্ত হলেই ঘোষিত হয়ে যাবে মোহনবাগানের দিনক্ষণ। আপাতত সদস্যপদ নবীকরণে মনোনিবেশ করছে নির্বাচনী কমিটি। কারণ ভোটার তালিকা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মোহনবাগানের নির্বাচনের দিন ঘোষণা করতে পারছে না নির্বাচনী বোর্ড।
অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড এই মুহূর্তে মোহনবাগানের নির্বাচন সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে। শুরুতেই ভোটার তালিকা চূড়ান্ত করতে চাইছেন তাঁরা। এক্ষেত্রে প্রথমে ঠিক হয়েছিল, ৩১ মার্চের মধ্যে যে সদস্যরা ক্লাবের সদস্য কার্ড নবীকরণ করবেন, তাঁরাই ভোট দিতে পারবেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে নির্বাচনী বোর্ড মনে করছে, সদস্য কার্ড নবীকরণ করার তারিখ কিছুটা বাড়িয়ে দেওয়া যেতে পারে।
সেক্ষেত্রে যাঁরা এখনও সদস্যকার্ড নবীকরণ না করার জন্য ভোট দিতে পারবেন না, তাঁরা কার্ড নবীকরণ করে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে ফের কতদিন কার্ড নবকরণের সুযোগ দেওয়া হবে, তা এখনও ঠিক করে উঠতে পারেনি নির্বাচনী বোর্ড। তার আগে এখনও পর্যন্ত নবীকরণ হওয়া যাবতীয় সদস্য কার্ড দেখে নিয়ে তালিকা তৈরি হচ্ছে। ভোটার লিস্ট সম্পূর্ণ হওয়ার পরই এই বছরের মোহনবাগানের নির্বাচনের দিন ঘোষণা করবে অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন নির্বাচনী বোর্ড।