shono
Advertisement
East Bengal

পরের মরশুমের পরিকল্পনা শুরু, সুপার কাপের আগেই ইস্টবেঙ্গলের ‘হেড অফ ফুটবল’ থাংবই

অস্কারের সহকারী হিসেবে থাকছেন বিনো জর্জই।
Published By: Arpan DasPosted: 11:47 AM Mar 31, 2025Updated: 02:22 PM Mar 31, 2025

দুলাল দে: মরশুম শেষ হয়নি। এখনও বাকি রয়েছে সুপার কাপ। তার আগেই পরের মরশুম নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। বিশেষ করে বিনিয়োগকারী সংস্থা ইমামি।

Advertisement

হঠাৎ করেই হাওয়া ছড়িয়েছিল, পরের মরশুমে লাল-হলুদের সঙ্গে থাকবে না ইমামি। সেই ধারণা অবশ্য অনেক আগে বাতিল করে দিয়েছেন ইমামি কর্ণধার আদিত্য আগরওয়াল। পরিবর্তে পরের মরশুমে কীভাবে দল গঠন হবে। পাশাপাশি শুধুই সিনিয়র দল নয়, জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রাম নিয়েও পরিকল্পনা শুরু করে দিয়ছে ইমামি। এক্ষেত্রে আরও একটা হাওয়া ছড়িয়েছে লাল-হলুদের সঙ্গে থাংবই সিংটোকে জড়িয়ে। তাঁর সম্পর্কে এ মুহূর্তে নানারকম খবর ছড়াচ্ছে। কেউ বলছেন, সিটিও অময় ঘোষালকে সরিয়ে নিয়ে আসা হবে হায়দরাবাদের প্রাক্তন কোচ থাংবইকে। ফুটবলার রিক্রুটমেন্ট থেকে কোচ অস্কার ব্রুজোর সহকারী রূপে পরের মরশুম থেকে বেঞ্চে বসবেন থাংবই। এরকম বহু গল্প ঘুড়ে বেড়াচ্ছে ইস্টবেঙ্গলকে ঘিরে। কিন্তু আসল সত্য এর বহু দূরে।

ইস্টবেঙ্গলের সঙ্গে থাংবই সিংটোর কথা হয়ে গিয়েছে, এটা সত্যি। তবে তিনি লাল-হলুদে আসছেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নয়। তাঁর পদের নাম হতে চলেছ, ‘হেড অফ ফুটবল।’ এক্ষেত্রে পুরো ইস্টবেঙ্গল দলটাই দেখার কথা থাংবই সিংটোর। কিন্তু ইস্টবেঙ্গল সূত্রে যা খবর, তাতে হেড অব ফুটবল পদে বসলেও, ইস্টবেঙ্গল দলের পুরো দায়িত্ব পাচ্ছেন না থাংবই সিংটো।

যতই হাওয়া উঠুক, তিনি বাদ যাচ্ছেন, তবুও সিটিও অময় ঘোষালকে পরের মরশুমেও যত্ন করেই রেখে দেওয়া হচ্ছে। তিনি সিটিও হিসেবেই থাকবেন। তাহলে থাংবই সিংটোর কাজটা কী? আপাতত যা ঠিক হয়েছে, তাতে থাংবই সিংটো এখন জুনিয়র দলের দেখভাল করবেন। অস্কার ব্রুজো আসার পর সিনিয়র দল নিয়েও মতামত দেবেন। তবে কোনওমতেই অস্কারের সহকারী হিসেবে ম্যাচের সময় মাঠের মধ্যে, কিংবা প্র্যাকটিসে দেখা যাবে না তাঁকে। প্রতিটি ক্ষেত্রেই থাকবেন মাঠের বাইরে। অস্কারের সহকারী হিসেবে মাঠে থাকবেন বিনো জর্জ। সেক্ষেত্রে থাংবই সিংটো জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রাম নিয়ে বিনো জর্জের সঙ্গে আলোচনা করবেন। আর অময় ঘোষালের কাজ হবে শুধুই সিনিয়র দলের ফুটবলার রিক্রুটের ব্যাপারে ক্লাবকে পরামর্শ দেওয়া। অন্যান্য মরশুমের মতো এই মরশুমেও অময় ঘোষাল তাঁর কাজ শুরু করে দিয়েছেন। পাশাপাশি ইমামি কর্তারা থাংবই সিংটোর সঙ্গেও আলোচনা শুরু করে দিয়েছেন, জুনিয়র ফুটবল ডেভলপমেন্ট-সহ দেশজুড়ে প্রতিভাবান ফুটবলারদের কীভাবে রিক্রুট করা যায়, তা নিয়ে। তবে থাংবইয়ের সঙ্গে চুক্তি করার জন্য পরের মরশুম পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন ইমামি কর্তারা। ঠিক হয়েছে, সুপার কাপ শুরুর আগেই দলের হেড অব ফুটবল হিসেবে থাংবই সিংটোর সঙ্গে চুক্তি করে নেবে ইমামি ইস্টবেঙ্গল। সুপার কাপের সময়েও দলের সঙ্গে থাকবেন। তবে গ্যালারিতে। আর দল নিয়ে তাঁর যে ভাবনা চিন্তা, সব কিছুই অস্কার ব্রুজোকে জানাবেন মাঠের বাইরে। তবে অময় ঘোষাল সিনিয়র দলের ফুটবলার রিক্রুটের দায়িত্বে থাকা মানে এই নয় যে, থাংবই সিনিয়র দলের ফুটবলার নিয়ে কোনও পরামর্শ দেবেন না। তিনিও সন্ধানে থাকলে ক্লাবকে কোনও ফুটবলার রিক্রুটের ব্যপারে অবশ্যই পরামর্শ দেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মরশুম শেষ হয়নি। এখনও বাকি রয়েছে সুপার কাপ।
  • তার আগেই পরের মরশুম নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল।
  • বিশেষ করে বিনিয়োগকারী সংস্থা ইমামি।
Advertisement