সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লা লিগায় জেতা ম্যাচ মাঠে ফেলে এল বার্সেলোনা। রিয়াল বেতিসের সঙ্গে ড্র করে চাপ বাড়ছে হান্সি ফ্লিকের দলের। গিরোনাকে উড়িয়ে শীর্ষস্থানের কাছাকাছি পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইপিএলে কোনও রকমে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু নটিংহ্যাম ফরেস্টের কাছেও হারতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।
লা লিগায় ধারাবাহিকতার ধারেকাছে নেই বার্সেলোনা। শেষ পাঁচ ম্যাচ থেকে সংগ্রহ মাত্র পাঁচ পয়েন্ট। এদিন রিয়াল বেতিসের বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করল রবার্ট লেওয়ানডস্কিরা। ম্যাচের ফলাফল ২-২। বার্সেলোনাকে প্রথমে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকারই। কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরান বেতিসের লো সেলসো। এর মধ্যেই রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে লাল কার্ড দেখেন ফ্লিক। ৮২ মিনিটে ইয়ামালের অসাধারণ অ্যাসিস্ট থেকে বার্সাকে এগিয়ে দেন ফেরান তোরেস। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল তারা।
অন্যদিকে গিরোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। এমবাপে, বেলিংহ্যামের সঙ্গে গোল করলেন তরুণ তুর্কি আর্দা গুলার। ৩৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেলিংহ্যাম। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান গুলার। তার ৮ মিনিট পর ডান পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে রিয়ালের জয় নিশ্চিত করে দেন এমবাপে। এই জয়ের ফলে ১৬ ম্যাচে আন্সেলোত্তির দলের পয়েন্ট ৩৬। বার্সেলোনা ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও ক্রমশ চাপ বাড়ছে।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ভাগ্য ফিরল না ম্যাঞ্চেস্টারের দুই ক্লাবের। এদিন ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। পেপের দলকে কোনও রকমে ১ পয়েন্ট এনে দেন রিকো লুইজ। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। দুরবস্থা অব্যাহত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরও। রুবেন আমোরিমকে কোচ নিয়োগ করার পরও ছবিটা খুব একটা বদলাল না। নটিংহ্যাম ফরেস্টের কাছে হারতে হল ২-৩ গোলে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। ব্রুনো ফার্নান্দেজরা লিগ টেবিলে রয়েছেন ১৩ তম স্থানে।