shono
Advertisement

Breaking News

Santosh Trophy

সন্তোষের জন্য দল ঘোষণা সঞ্জয় সেনের, খেতাব ধরে রাখতে কাদের উপর আস্থা রাখলেন বাংলার কোচ?

সন্তোষ ট্রফির মূল পর্বের জন্য ২২ সদস্যের নাম ঘোষণা করল বাংলা। রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, চাকু মান্ডিদের মতো পরীক্ষিত মুখদের পাশে এবার সুযোগ দেওয়া হয়েছে একঝাঁক নতুন মুখকে।
Published By: Subhajit MandalPosted: 06:34 PM Jan 13, 2026Updated: 07:53 PM Jan 13, 2026

সন্তোষ ট্রফির মূল পর্বের জন্য ২২ সদস্যের নাম ঘোষণা করল বাংলা। রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, চাকু মান্ডিদের মতো পরীক্ষিত মুখদের পাশে এবার সুযোগ দেওয়া হয়েছে একঝাঁক নতুন মুখকে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত এ প্রসঙ্গে জানিয়েছেন, "কোচ সঞ্জয় সেনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দল নির্বাচনে আমরা ওনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস উনি নিজের সেরাটা উপহার দেবেন বাংলার জন্য।"

Advertisement

"কোচ সঞ্জয় সেনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দল নির্বাচনে আমরা ওনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস উনি নিজের সেরাটা উপহার দেবেন বাংলার জন্য।"
-আইএফএ সচিব অনির্বাণ দত্ত 

১২ দল নিয়ে শুরু হবে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্ব। দু’টি গ্রুপে ভাগ করে গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বি-তে রয়েছে কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় সন্তোষ ট্রফির মূল পর্বে সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলেছে বাংলা। এছাড়াও সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক অসম। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে।

বাংলা তাদের প্রথম ম্যাচ খেলবে ২১ জানুয়ারি। প্রতিপক্ষ নাগাল্যান্ড। ২৩ জানুয়ারি সঞ্জয় সেনের ছেলেদের সামনে উত্তরাখণ্ড। ২৫ জানুয়ারি বাংলা বনাম রাজস্থান। ২৮ ও ৩০ জানুয়ারি বঙ্গ ব্রিগেডের সামনে তামিলনাড়ু এবং অসম। শেষবার ২০১০-১১ সালে সন্তোষ ট্রফি আয়োজন করেছিল অসম। সেবার মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা।

এক নজরে ২২ সদস্যের বাংলা দল:

গোলকিপার: সোমনাথ দত্ত, গৌরব সাউ
ডিফেন্ডার: সুজিত সাধু, মদন মান্ডি, জুয়েল আহমেদ মজুমদার, চাকু মান্ডি, মার্শাল কিস্কু, সুমন দে, বিক্রম প্রধান
মিডফিল্ডার: বিকি থাপা, তন্ময় দাস, প্রশান্ত দাস, শ্যামল বেসরা, সায়ন বন্দ্যোপাধ্যায়, বিজয় মুর্মু, আকিব নবাব, আকাশ হেমব্রম
ফরওয়ার্ড: সুময় সোম, উত্তম হাঁসদা, করণ রাই, রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা
কোচ: সঞ্জয় সেন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement