বাংলা: ৪ (রবি, সায়ন, আকাশ, আকিব)
নাগাল্যান্ড: ০
নাগাল্যান্ডকে হারিয়ে সন্তোষ অভিযান শুরু করল বাংলা। সঞ্জয় সেনের চিন্তা ছিল, হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব। কারণ হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় ৮০ কিমি। ম্যাচের আগে এই দীর্ঘ যাত্রা পেরিয়েও ক্লান্তিহীন ফুটবল উপহার বঙ্গ ব্রিগেডের। উত্তর-পূর্বের রাজ্যকে ৪-০ গোলে পরাস্ত করলেন রবি হাঁসদারা।
বাংলা দল যেখানে রয়েছে সেই জায়গার নাম মানকাটা। যা অসমের ডিব্ৰুগড় জেলায়। আর খেলতে যেতে হল লখিমপুর জেলার ঢেকুয়াখানায়। একে দূরত্ব তার উপর যে মাঠে খেলা হবে, সেই মাঠ সম্পর্কে কোনও ধারণাই নেই বাংলা দলের। যেহেতু কোচ, ফুটবলাররা নাগাল্যান্ডের ভিডিও দেখে হোমওয়ার্ক করেই বৃহস্পতিবার নেমেছিলেন বাংলার ফুটবলাররা।
এতে সুফলও মেলে। ম্যাচের শুরুতেই রবি হাঁসদার গোলে এগিয়ে যায় বাংলা। এরপর আক্রমণের সিংহভাগই থাকে বঙ্গ ব্রিগেডেরই দখলে থাকে। ৩৩ মিনিটে দুরন্ত হেডে গোল করে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। ৩৭ মিনিটে সুযোগ পেয়ে যায় নাগাল্যান্ডও। অনবদ্য সেভ করেন বাংলার গোলরক্ষক। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান সঞ্জয় সেনের ছেলেরা।
দ্বিতীয়ার্ধে চরিত্র বদল হয়নি ম্যাচের। বরং আরও ধারাল ফুটবল উপহার দেন বাংলার ফুটবলাররা। ৪৮ মিনিটে আকাশ হেমব্রমের গোলে স্কোর লাইন হয় ৩-০। এরপর ম্যাচের রাশ থাকে বঙ্গ ফুটবলারদের অনুকূলেই। মুহুর্মুহু আক্রমণে তখন কার্যত ছত্রভঙ্গ অবস্থা নাগাল্যান্ডের। উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আকিব নবাব। শেষ পর্যন্ত ৪-০ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলার ফুটবলাররা।
