বেঙ্গল সুপার লিগে ফের 'ব্যাঘ্রগর্জন'। মাঝে ধারাবাহিকতার অভাবে ভুগছিল সুন্দরবন বেঙ্গল অটো। সেখান থেকে কামব্যাক মেহতাব হোসেনের দলের। তাও সেটা এক গোল, দুই গোল কিংবা তিন গোলে নয়। একেবারে সাত গোলে। কোপা টাইগার্স বীরভূমকে ৭-০ গোলে হারাল সুন্দরবন। তার মধ্যে একাই চার গোল কোয়েসির।
জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। আগের ম্যাচে ড্র হয়েছিল সুন্দরবন বেঙ্গল অটো এফসি ও জেএইচ রয়্যাল সিটির ম্যাচ। তার আগে বর্ধমান ব্লাস্টার্সের কাছে হেরেছিল। কিন্তু এদিন ৭ গোলে দাপট দেখাল সুন্দরবন। লিগে এখনও জয়হীন কোপা টাইগার্স। আর এই ম্যাচে জিতে সুন্দরবন উঠে এল দ্বিতীয় স্থানে।
প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে গিয়েছিল মেহতাবের দল। ৪ মিনিটে গোলের বন্যা শুরু করেন রিচমন্ড কোয়েসি। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান শ্যাম। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ফের গোল করেন কোয়েসি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই গোল করেন সাদ্দাম। ৮০ ও ৮৪ মিনিটে ফের গোল কোয়েসির। ৮৯ মিনিটে কোপা টাইগার্সের কফিনে শেষ পেরেকটি পোঁতেন হেনরি। চমকপ্রদ বিষয়, দুই দলের লোগোতেই বাঘ রয়েছে। তবে গর্জন শোনা গেল সুন্দরবনের।
এই মুহূর্তে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে হাওড়া হুগলি। দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২০। অন্যদিকে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জেএইচআর রয়্যাল সিটি। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ নর্থ ২৪ পরগনা। পাঁচে রয়েছে বর্ধমান ব্লাস্টার্স। ১০ ম্যাচে তাদের ১৪ পয়েন্টে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। এরপর ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
