সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায় কলমে লড়াইটা ছিল ইউরোপের সেরা দুই দলের। একদিকে পেপ গুয়ার্দিওলা, অন্যদিকে কার্লো অ্যানসেলোত্তি। একদিকে আর্লিং হ্যালান্ড, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে। একদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল, অন্যদিকে স্পেনের সর্বকালের অন্যতম সেরা ক্লাব। কিন্তু বুধরাতে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খাতায়-কলমের সেই লড়াই একেবারেই জমল না। একপেশেভাবে মহারণ জিতল রিয়াল। সেভাবে পাত্তাই পেল না ম্যাঞ্চেস্টার সিটি।
বলা ভালো, প্রথম পর্বে ৩-২ গোলে হারার পরই সিটির কোচ গুয়ার্দিওলা বুঝে গিয়েছিলেন, পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সম্ভবত সেকারণেই বুধবার রাতে দুর্বল দল নামান তিনি। হালান্ড-সহ একাধিক প্রথম সারির তারকাকে বেঞ্চে রেখেই শুরু করেন পেপ। সম্ভবত তাতেই রোমাঞ্চ হারিয়ে একপেশে লড়াইয়ে পরিণত হয় সিটি-রিয়ালের মহারণ। শেষ পর্যন্ত বের্নাবেউতে রিয়াল জিতল ৩-১ গোলে। দুই পর্ব মিলিয়ে ৬-৩ গোলে জিতে প্লে-অফের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা।
৩-২ গোলে এগিয়ে থেকে বের্নাবেউতে মাঠে নেমেছিল রিয়াল। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন এমবাপে। অ্যাসেনসিওর অবিশ্বাস্য পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি এমবাপে। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়ালের দ্বিতীয় রাউন্ডে ওঠা অনেকটাই নিশ্চিত করেন এই ফরাসি মহাতারকা। রদ্রিগোর বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে দেন এমবাপে। ম্যাচের ৬১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ৯২ মিনিটে নিকো গঞ্জালেসের গোল শুধু সিটির হারের ব্যবধানই কমিয়েছে। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাট্রটিক করলেন এমবাপে, চলতি মরশুমে মেগা টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা সাত।
এদিকে বুধবারের অন্য ম্যাচে জুভেন্তাসকে ৩-১ গোলে হারিয়ে শেষ ১৬-তে পৌঁছে গেছে পিএসভি আইনডোভেন। ব্রেস্টকে ৭-০ গোলে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে প্যারিস সাঁ জাঁ। স্পোর্টিং লিসবনের সঙ্গে গোলশূন্য ড্র করে পরের রাউন্ড নিশ্চিত করল বরিশিয়া ডর্টমুন্ডও।
