সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ। এখন মনে মনে এই মন্ত্রই জপ করছেন আপামর ইস্টবেঙ্গল সমর্থক। কারণ মহামেডানকে হারানোর পর আবারও সামান্য উজ্জ্বল হয়েছে সুপার সিক্সে ওঠার আশা। কিন্তু নকআউটে উঠতে গেলে হাজারো যদি, কিন্তু রয়েছে লাল-হলুদ ব্রিগেডের সামনে। বাকি থাকা ম্যাচগুলো কেবল জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। আরও অন্তত সাতটি দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
কোন অঙ্কে এখনও নকআউট পর্বে যেতে পারে অস্কার ব্রুজোর দল? মহামেডান ম্যাচের পর ইস্টবেঙ্গল ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে। সামনে রয়েছে আরও চারটি ম্যাচ। ২২ ফেব্রুয়ারি পাঞ্জাব এফসি, ২৬ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি, ২ মার্চ বেঙ্গালুরু এফসি এবং ৮ মার্চ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। প্রত্যেকটি ম্যাচেই বড় ব্যবধানে জিতে গোল পার্থক্য বাড়াতে হবে লালহলুদ ব্রিগেডকে। সর্বোচ্চ ৩৩ পয়েন্টে পৌঁছতে পারে ইস্টবেঙ্গল।
আপাতত পয়েন্ট টেবিলের যা ছবি, তাতে ইস্টবেঙ্গল চাইবে নর্থইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি যেন বাকি থাকা ম্যাচগুলিতে বড় ব্যবধানে হারে। এর মধ্যে বেঙ্গালুরু এবং নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গলেরই ম্যাচ রয়েছে। এছাড়াও রয়েছে নর্থ-ইস্ট বেঙ্গালুরু, মুম্বই-বেঙ্গালুরু ম্যাচ। ওই দুটি ম্যাচ ড্র হলে তবেই সুবিধা পাবে লালহলুদ ব্রিগেড। কোনও দল জিতলেই ইস্টবেঙ্গলের নকআউট আশার সলিলসমাধি। এই বিস্তর অঙ্ক যদি মিলে যায়, তাহলে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে লিগ পর্ব শেষ করতে পারবে লালহলুদ ব্রিগেড।
কেবল এই তিন দলই নয়, ইস্টবেঙ্গলের মাথাব্যথা বাড়াবে ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসি, চেন্নাইয়িন এফসি। কারণ সুপার সিক্সের দৌড়ে রয়েছে এই দলগুলিও। আপাতত প্রথম ছয়ে না থাকলেও, বাকি থাকা ম্যাচগুলি থেকে পর্যাপ্ত পয়েন্ট পেতেই পারে তারা। গোলপার্থক্য এবং পয়েন্ট-সবকিছুতেই ইস্টবেঙ্গলের চেয়ে এগিয়ে রয়েছে এই চার দল। তাদের টপকে সুপার সিক্সে জায়গা করে নেওয়াটা কার্যত অসম্ভব। তবু শেষ বাঁশি না বাজা পর্যন্ত হাল ছাড়তে রাজি নন লালহলুদ ভক্তকুল। ফুটবলবিধাতা কি ইস্টবেঙ্গলের পক্ষে সহায় হবেন?
