shono
Advertisement
Cristiano Ronaldo

হাজার গোলে রইল বাকি ৪২, টানা ২৫ বছর গোল করার বিরল নজির রোনাল্ডোর

হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা রোনাল্ডোর গোল সংখ্যা এখন ৯৫৮টি।
Published By: Prasenjit DuttaPosted: 06:51 PM Jan 09, 2026Updated: 12:12 AM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার গোলের লক্ষ্যপূরণ না হলে তিনি যে বুটজোড়া তুলে রাখবেন না, সে কথা আগেই বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বছরের শেষ ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন তিনি। মাঝে অবশ্য আল আহলি সৌদির বিরুদ্ধে গোল পাননি। তবে এক ম্যাচের গোল খরা কাটালেন তিনি। সৌদি প্রো লিগে আল কাদসিয়াহর বিরুদ্ধে গোল করে টানা ২৫ বছর গোল করার বিরল নজির গড়লেন সিআর৭। একমাত্র ফুটবলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। 

Advertisement

রোনাল্ডো গোল পেলেও তাঁর দল আল নাসের অবশ্য জয়ের মুখ দেখেনি। ঘরের মাঠে তারা ২-১ গোলে হেরে গিয়েছে। সবক'টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে জুলিয়ান কিনিয়োনেস গোলে এগিয়ে যায় কাদসিয়াহ। ৬৬ মিনিটে নাইতান নান্দেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৮১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান রোনাল্ডো। সফল স্পটকিকে গোল করার পর বিরল এক নজির গড়েন ৪০ বছর বয়সি তারকা।

পেশাদার কেরিয়ারে এই নিয়ে টানা ২৫ বছর গোল করলেন পর্তুগিজ মহাতারকা। হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা রোনাল্ডোর গোল সংখ্যা এখন ৯৫৮টি। অর্থাৎ, হাজার গোলে রইল বাকি ৪২ গোল। ২০০২ সালে পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন তিনি। শুরু থেকেই নিয়ম করে প্রত্যেক মরশুমে গোল করেছেন। অন্যদিকে, চলতি সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও তিনি। ১৩ ম্যাচে তাঁর নামের পাশে ১৪ গোল।

সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসাবে টানা ১০ ম্যাচ জিতলেও আচমকাই যেন দিগ্‌ভ্রান্ত আল নাসের। গত ম্যাচে আল আহলি সৌদির বিরুদ্ধে ২-৩ গোলে পরাজয়ের পর এই ম্যাচেও তারা পরাস্ত হল। গত বছর ক্লাব ও জাতীয় দলের জার্সি গায়ে ৪৬ ম্যাচে ৪১ গোল করেছেন তিনি। উল্লেখ্য, গ্লোব সকার অ্যাওয়ার্ডে টানা তিনবার মধ্যপ্রাচ্যের সেরা হয়েছিলেন রোনাল্ডো। পুরস্কার নিয়ে তিনি বলেছিলেন, “আমার লক্ষ্য আরও বড়। আরও খেলতে চাই। কোথায় খেলছি সেটা কথা না। আমি ফুটবল খেলতে সব সময় উপভোগ করি। আরও ট্রফি জিততে চাই। ১০০০ গোলের রেকর্ড ছুঁতে চাই। যদি কোনও চোট-আঘাত না পাই, তাহলে সেই সংখ্যায় পৌঁছে যাব।” অর্থাৎ হাজার গোল না হলে তিনি যে অবসর নেবেন না, তা অনুমেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাজার গোলের লক্ষ্যপূরণ না হলে তিনি যে বুটজোড়া তুলে রাখবেন না, সে কথা আগেই বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • সৌদি প্রো লিগে আল কাদসিয়াহর বিরুদ্ধে গোল করে টানা ২৫ বছর গোল করার বিরল নজির গড়লেন সিআর৭।
  • একমাত্র ফুটবলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। 
Advertisement