shono
Advertisement
Copa America 2024

ব্রাজিলের বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? এক নজরে কোপায় শেষ চারের যুদ্ধ

সেমিফাইনালে নামবে দুরন্ত ফর্মে থাকা উরুগুয়ে।
Published By: Anwesha AdhikaryPosted: 11:25 AM Jul 07, 2024Updated: 11:25 AM Jul 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা? নাকি ট্রফি ছিনিয়ে নেবে দুরন্ত ছন্দে থাকা উরুগুয়ে? খেতাবি লড়াইয়ের আগেই কি ছিটকে যাবে ট্রফি জয়ের দাবিদাররা? সব প্রশ্নের উত্তর মিলবে চলতি সপ্তাহেই। কোপা আমেরিকার সেমিফাইনাল খেলা হবে আগামী বুধ এবং বৃহস্পতিবার।

Advertisement

রবিবার সকালে টানটান উত্তেজনার ম্যাচে ব্রাজিলকে ছিটকে দিয়েছে উরুগুয়ে (Uruguay)। ম্যাচের শেষে অন্তত ২০ মিনিট দশজনে খেলেছিল লা সেলেস্তেরা। রড্রিগোকে বিশ্রি ট্যাকল করে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নান্দেজ। কিন্তু ১০ জনের লা সেলেস্তে আটকে দেয় ছন্দহীন ব্রাজিলকে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটে ৪-২ জিতে যায় উরুগুয়ে।

[আরও পড়ুন: উইম্বলডনে অঘটন, ছিটকে গেলেন শীর্ষবাছাই ইগা, বিদায় বোপান্না-ভামব্রিদেরও

চলতি কোপায় একটাও ম্যাচে হারেননি ভালভার্দেরা। একটা ম্যাচে বিপক্ষকে দিয়েছেন পাঁচ গোল। তবে সেমিফাইনালে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন লুইস সুয়ারেজরা। কারণ তাঁদের বিরুদ্ধে নামবে কলম্বিয়া। গ্রুপ পর্বে ব্রাজিলকে টপকে সেরা হয়েছিল তারা। কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ উড়িয়ে শেষ চারের লড়াইয়ে নামবে কলম্বিয়া। আগামী ১১ জুলাই ভারতীয় সময় সকাল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে দুই দল।

অন্যদিকে, কোপার (Copa America 2024) খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা (Argentina)। কোয়ার্টার ফাইনালে লা অ্যালবিসলেস্তেকে বাঁচিয়েছিল এমি মার্টিনেজের হাত। মেসি পেনাল্টি মিস করলেও আর্জেন্টিনা পৌঁছে গিয়েছে কোপার সেমিফাইনালে। শেষ চারে তাদের প্রতিপক্ষ কানাডা। ১০ জুলাই ভারতীয় সময়ে সকাল সাড়ে পাঁচটায় খেলা হবে আর্জেন্টিনা-কানাডা সেমিফাইনাল।

[আরও পড়ুন: ইউরো সেমিতে স্পেন-ফ্রান্স মহারণ, শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ড-নেদারল্যান্ডসও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০ জনের লা সেলেস্তে আটকে দেয় ছন্দহীন ব্রাজিলকে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটে ৪-২ জিতে যায় উরুগুয়ে।
  • চলতি কোপায় একটাও ম্যাচে হারেননি ভালভার্দেরা। একটা ম্যাচে বিপক্ষকে দিয়েছেন পাঁচ গোল।
  • কোয়ার্টার ফাইনালে লা অ্যালবিসলেস্তেকে বাঁচিয়েছিল এমি মার্টিনেজের হাত। মেসি পেনাল্টি মিস করলেও আর্জেন্টিনা পৌঁছে গিয়েছে কোপার সেমিফাইনালে।
Advertisement