shono
Advertisement
East Bengal

এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নামার আগেই শাস্তির খাঁড়া! বিপাকে ইস্টবেঙ্গল

কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগেই খানিকটা ব্যাকফুটে অস্কার ব্রুজোর দল।
Published By: Anwesha AdhikaryPosted: 04:08 PM Mar 05, 2025Updated: 04:08 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নামার আগেই শাস্তির খাঁড়া ইস্টবেঙ্গলের উপর। জানা গিয়েছে, কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে লাল-হলুদ শিবিরকে। ফলে কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগেই খানিকটা ব্যাকফুটে অস্কার ব্রুজোর দল। তবে এই জরিমানার কারণে সেরা একাদশ মাঠে নামাতে কোনও অসুবিধা থাকবে না ইস্টবেঙ্গল হেডস্যরের।

Advertisement

আইএসএলের শুরুটা ভালো হয়নি। প্লে অফেও জায়গা হয়নি। কিন্তু শেষ সাতটা ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল হেরেছে মাত্র একটি ম্যাচে। জয় চারটি ম্যাচে। আর ড্র দুটি ম্যাচে। সেই মোমেন্টাম ধরে রেখেই এএফসি চ্যালেঞ্জ লিগে নামতে চেয়েছিলেন লাল-হলুদের স্প্যানিশ হেডস্যর। যেহেতু এএফসিতে একাধিক বিদেশি খেলানো যায়, তাই বুধবার ছয় বিদেশিকেই খেলাতে পারেন। যদিও চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লাল-হলুদ রক্ষণের স্তম্ভ আনোয়ার আলি।

কিন্তু সেই ম্যাচ শুরুর আগেই সমস্যায় পড়ল লাল-হলুদ শিবির। সূত্রের খবর, এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে নামার আগে আইএসএলের বিজ্ঞাপন সরিয়ে ফেলতে হত ইস্টবেঙ্গলকে। কারণ এএফসি চ্যালেঞ্জ লিগের এই ম্যাচটিতে আয়োজক তারাই। কিন্তু যুবভারতী স্টেডিয়াম থেকে বিজ্ঞাপন সরায়নি লাল-হলুদ। বদলে কালো কাপড় দিয়ে ঢাকা হয় বিজ্ঞাপনগুলি। হাওয়ায় সেই কাপড় সরে যেতেই বিজ্ঞাপনগুলি দেখা যায়। ম্যাচ কমিশনার বিষয়টি দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে জরিমানা করেছেন ইস্টবেঙ্গলকে। ফলে মাঠে নামার আগেই কয়েক লক্ষ টাকার লোকসান হল লাল-হলুদ শিবিরের।

উল্লেখ্য, অস্কার বারবার সৌভিকদের বলে দিয়েছেন, এই ম্যাচটা শুধু ক্লাবের সম্মান নয়, দেশেরও সম্মান। তিনি বলছেন, “নিশ্চয়ই চাপ রয়েছে আমাদের উপর। এই সুযোগ পাওয়াটাও গর্বের। কারণ, এটা শুধু ক্লবের হয়ে খেলতে নামা নয়, দেশেরও হয়েও একটি দলের প্রতিনিধিত্ব করা।" কিন্তু সেই ম্যাচে নামার আগেই নিয়ম ভাঙল ইস্টবেঙ্গল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষ সাতটা ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল হেরেছে মাত্র একটি ম্যাচে। জয় চারটি ম্যাচে। আর ড্র দুটি ম্যাচে।
  • যুবভারতী স্টেডিয়াম থেকে বিজ্ঞাপন সরায়নি লাল-হলুদ। বদলে কালো কাপড় দিয়ে ঢাকা হয় বিজ্ঞাপনগুলি।
  • যেহেতু এএফসিতে একাধিক বিদেশি খেলানো যায়, তাই বুধবার ছয় বিদেশিকেই খেলাতে পারেন।
Advertisement