shono
Advertisement

Breaking News

East Bengal

রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন, আইএসএলে VAR চালুর দাবিতে ফেডারেশনের দ্বারস্থ ইস্টবেঙ্গল

আগামী ম্যাচগুলোতে রেফারিংয়ের কথা মাথায় রেখেই দলের ফুটবলারদের প্রস্তুত থাকার নির্দেশ দেবেন কর্তারা।
Published By: Subhajit MandalPosted: 02:18 PM Nov 13, 2024Updated: 04:23 PM Nov 13, 2024

স্টাফ রিপোর্টার: আইএসএলে (ISL 2024) খারাপ রেফারিংয়ের শিকার হচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। এবার এ নিয়ে সরাসরি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে সাক্ষাতে আলোচনা করতে চান ইস্টবেঙ্গল কর্তারা। মঙ্গলবার ক্লাবের কার্যকরী সভায় এই নিয়ে আলোচনা করলেন লাল-হলুদ কর্তারা। কল্যাণ চৌবে সময় দিলে ফেডারেশন সভাপতিকে আইএসএলে ভার প্রযুক্তি নিয়োগ নিয়েও প্রস্তাব দিতে পারেন তারা।

Advertisement

এদিনের সভায় আলোচনা হয়, আগামী ম্যাচগুলোতে এমন রেফারিংয়ের কথা মাথায় রেখেই দলের ফুটবলারদের প্রস্তুত থাকার নির্দেশ দেবেন তারা। ইস্টবেঙ্গলের কার্যকরী সমিতির সভায় ক্লাবের সব ক্রীড়া বিভাগের উন্নতিতেই জোর দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে আলোচনা করা হয় সিনিয়র দলের পারফরম্যান্স নিয়েও।

মঙ্গলবারের কার্যকরী সভার পর ইস্টবেঙ্গলের তরফে অভিযোগ করা হয়েছে, "চার-পাঁচ বছর ধরে সকল ফুটবলপ্রেমী, সাংবাদিক বন্ধুরা এই বিষয়ে অবগত, কিন্তু কোনও প্রতিকার হচ্ছে না।" ইস্টবেঙ্গল কর্তাদের আশা, যদি নব্বই মিনিটের খেলায় ইস্টবেঙ্গল রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার না হয়, অনৈতিক সিদ্ধান্ত থেকে রক্ষিত থাকে, তাহলে হয়তো টিম আগামী দিনে সাফল্য পাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আমাদের সভ্য-সমর্থক, প্রাক্তন খেলোয়াড়েরা আমাদের মেইল বা ফোনের মাধ্যমে ক্ষোভ ব্যক্ত করছে যে এর একটা প্রতিকার হওয়া উচিত। আমরা ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির কাছে সময় চেয়েছি। তার কাছে গিয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করবো। পাশাপাশি আবেদন করবো, পৃথিবীর প্রায় সমস্ত দেশের প্রধান টুর্নামেন্ট গুলোতে যেমন 'VAR' রূপায়ণে টিমগুলো নিজস্ব ছন্দে খেলতে পারছে সেরকম আমাদের এখানেও এই ব্যবস্থাপনার প্রয়োগ করা হোক, যাতে কোনো দলকে অনৈতিক সিদ্ধান্তের শিকার না হতে হয় এবং ফুটবল ও যাতে ক্ষতিগ্রস্ত না হয়।"

উল্লেখ্য, আইএসএলে নাম লেখানোর পর থেকেই রেফারিং নিয়ে লাগাতার অভিযোগ জানিয়ে আসছে পাকিস্তান। এ বছর সেটা চূড়ান্ত আকার নিয়েছে। বিশেষ করে শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে জোড়া লালকার্ডের পর। এবার সেটা নিয়ে পদক্ষেপের পথে ক্লাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসএলে খারাপ রেফারিংয়ের শিকার হচ্ছে ইস্টবেঙ্গল।
  • এবার এ নিয়ে সরাসরি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে সাক্ষাতে আলোচনা করতে চান ইস্টবেঙ্গল কর্তারা।
  • মঙ্গলবার ক্লাবের কার্যকরী সভায় এই নিয়ে আলোচনা করলেন লাল-হলুদ কর্তারা।
Advertisement