স্টাফ রিপোর্টার: আইএসএলের শুরুটা ভালো হয়নি। প্লে অফেও জায়গা হয়নি। কিন্তু শেষ সাতটা ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল হেরেছে মাত্র একটি ম্যাচে। জয় চারটি ম্যাচে। আর ড্র দুটি ম্যাচে। এই তথ্যই যেন বুধবার এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে নামার আগে আত্মবিশ্বাস জোগাচ্ছে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোকে।
অন্যদিকে তুর্কমেনিস্তানের দলটি বয়সে নবীন। মাত্র দু'বছর বয়স। কিন্তু এই দুবছরের মধ্যেই সাফল্য প্রশ্নাতীত। দু'বার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন। একবার সুপার কাপ। একঝাঁক জাতীয় দলের ফুটবলার। একজন বিদেশি ফুটবলার না থাকলেও দু'জন ফুটবলারের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এমন একটা দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের হোম ম্যাচ খেলতে নামতে হচ্ছে রিচার্ড সেলিসদের। তার উপর তুর্কমেনিস্তানে সদ্য নতুন মরশুম শুরু হয়েছে। এখানে আসার আগে দুবাইতে এক সপ্তাহের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়ে এসেছে দলটি। গত মরশুমে ঘরোয়া লিগে ৩০ ম্যাচে ১৪৭ গোল করেছে তুর্কমেনিস্তানের এই দলটি। এএফসি চ্যালেঞ্জ লিগের লিগ পর্বে একটি মাত্র ম্যাচে কুয়েতের আল আরাবির কাছে হেরেছে তারা। দলের তারকা ফুটবলার স্ট্রাইকার দিদার দুর্দেউ। মাঝমাঠে রয়েছেন দলের নির্ভরযোগ্য আমানোভ। তিনি আবার অধিনায়কও।
ইস্টবেঙ্গলে এতদিন চোট-আঘাতে জর্জরিত ছিলেন একঝাঁক ফুটবলার। সল ক্রেসপোরা সুস্থ হয়ে ওঠায়, এই মুহূর্তে চোটের কবলে একমাত্র রয়েছেন আনোয়ার আলি। তাঁকে আর্কাদাগের বিরুদ্ধে পাচ্ছেন না অস্কার। আনোয়ারকে এদিন অনুশীলনেও দেখা যায়নি। আরেক বিদেশি ক্লেটন সিলভাও সুস্থ হয়ে উঠেছেন। যেহেতু এএফসিতে একাধিক বিদেশি খেলানো যায়, তাই বুধবার ছয় বিদেশিকেই খেলাতে পারেন অস্কার। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে দিয়ামান্তাকোসের প্রতি কিছুটা রেগে ছিলেন লাল-হলুদ কোচ। তবে এদিন তাঁর পাশেই দাঁড়ালেন কোচ।
অস্কার বারবার সৌভিকদের বলে দিয়েছেন, এই ম্যাচটা শুধু ক্লাবের সম্মান নয়, দেশেরও সম্মান। তিনি বলছেন, "নিশ্চয়ই চাপ রয়েছে আমাদের উপর। এই সুযোগ পাওয়াটাও গর্বের। কারণ, এটা শুধু ক্লবের হয়ে খেলতে নামা নয়, দেশেরও হয়েও একটি দলের প্রতিনিধিত্ব করা। এমন সময় আমরা নামছি, যখন আমাদের দল একটা ভালো মোমেন্টামে পৌঁছে গিয়েছে। আশা করি এই ধারাবহিকতা বজায় থাকবে বুধবার।" ফর্মে রয়েছেন মেসি বাউলিও। এদিন অনুশীলনে যথেষ্টই তৎপর দেখা গেল মেসিকে। রিচার্ড সেলিসও সুস্থ। প্রতিপক্ষ সম্পর্কেও যথেষ্টই হোমওয়ার্ক করেছেন অস্কার। আরও বলছেন, "আমাদের দুটো দলের পরিস্থিতি ভিন্ন। এই পর্বে আমাদের দলে নতুন বিদেশি যোগ হয়েছে যেমন, তেমনই ওরা নতুন মরশুম শুরু করেছে। এটা ঠিক ওরা শারীরিকভাবে খেলার চেষ্টা করবে। তবে আমার ছেলেরা ম্যাচটি জেতার জন্য পুরোপুরি তৈরি।"
আজ এএফসি চ্যালেঞ্জ লিগে
ইস্টবেঙ্গল বনাম এফকে আর্কাদাগ
যুবভারতী, সন্ধ্যা ৭.০০
সরাসরি ফ্যানকোড অ্যাপ
