সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অহেতুক কাল বিলম্ব নয়। ভারতে পা রাখার পরই যাতে মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে কঠোর শাস্তির মুখে পড়তে হয়, সেটা নিশ্চিত করতে চাইছে মোদি সরকার। সেই লক্ষ্যে রানা ভারতে পা রাখার আগেই তাঁর বিরুদ্ধে সওয়াল করার জন্য বিখ্যাত আইনজীবী নরেন্দ্র মানকে নিয়োগ করল কেন্দ্র।

সব ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরের পর ভারতের মাটিতে পা রাখতে চলেছে ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানা। ওই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে নিয়ে ইতিমধ্যেই আমেরিকা থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বিশেষ বিমান। এনআইএ আধিকারিকদের হাতে রানাকে তুলে দিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। বৃহস্পতিবার রানা ভারতে নামলে সরকারিভাবে তাঁকে গ্রেপ্তার করবে এনআইএ। কুখ্যাত ওই জঙ্গিকে রাখা হবে দিল্লির তিহাড় জেলে। প্রাথমিকভাবে রানার জন্য দিল্লি এবং মুম্বইয়ের দুটি জেলে দুটি হাই সিকিউরিটি সেল প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু যেহেতু রানার বিচারপ্রক্রিয়া দিল্লিতে হবে, তাই এখনই তাকে মুম্বই নিয়ে যাওয়া হবে না। পরে তদন্তের প্রয়োজনে ওই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে মুম্বই নিয়ে যাওয়া হতে পারে।
সূত্রের খবর, রানা দিল্লিতে নামার পর দিল্লির বিশেষ এনআইএ কোর্টে তার বিচারপ্রক্রিয়া শুরু হবে। দিল্লির পাটিয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতে রানাকে পেশ করা হবে। ওই বিচারপ্রক্রিয়ায় এনআইএ'র হয়ে সওয়াল করবেন বিখ্যাত আইনজীবী নরেন্দ্র মান। এর আগে বহু গুরুত্বপূর্ণ মামলায় সিবিআই এবং এনআইএর হয়ে সওয়াল করেছেন তিনি। আগামী ৩ বছরের জন্য রানার বিরুদ্ধে সওয়াল করার জন্য মানকে নিয়োগ করেছে সরকার। অর্থাৎ ভারত সরকার যতই দ্রুত রানাকে শাস্তি দিতে চাক, বিচারপ্রক্রিয়া যে দীর্ঘ হতে পারে সে আশঙ্কা সরকারেরও রয়েছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতেই বড় কূটনৈতিক জয় পায় ভারত। তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে তাকে দিল্লির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সিলমোহর দিয়েছিল আমেরিকার শীর্ষ আদালত। পরে জরুরি ভিত্তিতে প্রত্যর্পণ রুখতে মার্কিন আদালতে আবেদন করলেও স্বস্তি পায়নি মুম্বই হামলার চক্রী।