সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশ্চিত হয়ে গেল ইউরোর শেষ চারের মহাযুদ্ধ। শনিবার মাঝরাতে হাড্ডাহাড্ডি ম্যাচে তুরস্ককে থামিয়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস। দুরন্ত লড়াই করেও তুরস্ককে থামতে হল ২-১ গোলে। ভেঙে গেল তাদের ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন।
শনিবার ম্যাচের ৩৫ মিনিটে সামেত আকায়দিনের গোলে এগিয়ে যায় তুরস্ক। সেই ব্যবধান ৭০ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল তারা। কিন্তু একটা কর্নার পেয়েই ছবিটা পালটে ফেলেন ডাচরা। কর্নার মারফত ডান দিক থেকে ভেসে আসা সেন্টারে দুরন্ত হেড করলেন স্টেফান ডি ভ্রেজ। বল সোজা তুরস্কের জালে। ম্যাচের ফল ১-১। এর ঠিক পাঁচ মিনিটের মধ্যে ফের গোল নেদারল্যান্ডসের (Netherlands)। ডাচ আক্রমণের চাপ সামলাতে না পারায় আত্মঘাতী গোল করে বসেন তুরস্কের মের্ট মুরদুর। ওখানেই শেষ হয়ে যায় তুরস্কের ম্যাচ জেতার স্বপ্ন।
[আরও পড়ুন: কোপা থেকে বিদায় ব্রাজিলের, পেনাল্টিতে সেলেকাওদের ছিটকে সেমিতে উরুগুয়ে]
এই ম্যাচের পর নিশ্চিত হয়ে যায় ইউরোর (Euro Cup 2024) চার সেমিফাইনালিস্ট। গোটা টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ জিতে আসা স্পেনের বিরুদ্ধে নামবে ফ্রান্স (France)। তবে কার্ড সমস্যায় এই মরণবাঁচন ম্যাচে খেলতে পারবেন না স্পেনের (Spain) একাধিক ফুটবলার। অন্যদিকে, পেনাল্টি শুট আউটে পর্তুগালকে ছিটকে দেওয়ার পরে ফ্রান্স নামবে আত্মবিশ্বাসী হয়ে। আগামী ৯ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় খেলা হবে ইউরোর প্রথম সেমিফাইনাল।
ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-নেদারল্যান্ডস। শনিবার সুইজারল্যান্ডকে পেনাল্টি শুট আউটে হারায় ইংল্যান্ড (England)। আর তুরস্ককে ছিটকে দিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে ডাচরা। ফাইনালে ওঠার লক্ষ্যে এই দুই দল মাঠে নামবে ১০ জুলাই। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় শুরু হবে এই ম্যাচ।