shono
Advertisement
Olympic Football

মিশরকে হারিয়ে ফাইনালে ফ্রান্স, সোনার ম্যাচে প্রতিপক্ষ স্পেন

ফ্রান্স শেষবার সোনা জিতেছিল ১৯৮৪ সালে। অন্যদিকে ১৯৯২ সালে স্পেন শেষ বার সোনা জিতেছিল ফুটবলে।
Published By: Krishanu MazumderPosted: 04:16 PM Aug 06, 2024Updated: 05:42 PM Aug 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপ সেরা হয়েছে স্পেন। অলিম্পিকে সোনা জয়ের ম্যাচে মুখোমুখি ফ্রান্স ও স্পেন।
সেমিফাইনালে মিশরকে ৩-১ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের (Olympic Football) ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। পিছিয়ে থেকেও মাতেতার জোড়া গোল ও মিশেল ওলিসের গোলে জয় পায় ফ্রান্স। অন্যদিকে স্পেন ২-১ গোলে হারায় মরোক্কোকে। 

Advertisement

[আরও পড়ুন:  লক্ষ্যদের ‘দায়িত্ববোধ’ নিয়ে প্রশ্ন প্রকাশ পাড়ুকোনের, ‘পদকহীন’ অ্যাথলিটদের পাশে বিন্দ্রা]


খেলার গতির বিপরীতেই গোল হজম করে বসেছিল ফ্রান্স। মাহমুদ সাবের মিশরকে এগিয়ে দেন প্রথমে। খেলার বয়স তখন ৬২ মিনিট। অতি বড় ফরাসি সমর্থক যখন মনে করতে শুরু করেছেন, ম্যাচ হারবে ফ্রান্স, তখনই কাহানিতে টুইস্ট।
ম্যাচের সাত মিনিট বাকি থাকতে ফ্রান্সের হয়ে গোল করে সমতায় ফেরান ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার মাতেতা। ওলিসের কাছ থেকে পাস পেয়েছিলেন মাতেতা। তাঁর গোলেই ম্যাচ যায় এক্সট্রা টাইমে। ৯৯ মিনিটে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন সেই মাতেতা। অলিম্পিক ফুটবলে মাতেতা গোল করেছেন চারটি। ১০৮ মিনিটে ওলিসে গোল করেন ফ্রান্সের হয়ে। এই গোলের ফলে মিশরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় ফ্রান্স। 

[আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশে সমস্যা ক্রিকেটেও, পিছিয়ে গেল মুশফিকুরদের পাকিস্তান সফর]


ফ্রান্স অলিম্পিক থেকে ফুটবলে সোনা জিতেছিল ১৯৮৪ সালে। ৪০ বছর পরে ফের ফুটবল থেকে সোনা জেতার সুযোগ ফ্রান্সের। ১৯৯২ সালে স্পেন শেষ বার অলিম্পিক ফুটবলে সর্বশেষ সোনার পদক জিতেচিল। এবার কী হবে, তার উত্তর দেবে সময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউরোপ সেরা হয়েছে স্পেন।
  • অলিম্পিকে সোনা জয়ের ম্যাচে মুখোমুখি ফ্রান্স ও স্পেন।
  • সেমিফাইনালে মিশরকে ৩-১ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স।
Advertisement