সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বেঙ্গল সুপার লিগে ছিল ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং কোপা টাইগার্স বীরভূম। দ্বিতীয় ম্যাচটি ছিল সুন্দরবন বেঙ্গল অটো এফসি বনাম নর্থ ২৪ পরগনা। একদিকে বিএসএলে প্রথম জয় পেল মেদিনীপুর। অন্যদিকে, নর্থ ২৪ পরগনার কাছে আটকে গেল মেহতাব হোসেনের সুন্দরবন।
শনিবার ঘরের মাঠে মেদিনীপুরের ফুটবলাররা শুরু থেকেই প্রত্যয়ী ছিলেন। বিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় তারা। কিন্তু কিছুতেই ডেডলক ভাঙছিল না। বরং কাঙ্ক্ষিত গোলের জন্য প্রতীক্ষা বাড়ছিল মেদিনীপুর শিবিরে। অন্যদিকে, এই ম্যাচটা ছিল বীরভূমের কাছেও ফিরে আসার লড়াই। একটি ড্র ছাড়া তাঁদের ভাঁড়ার খালি। তবে প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা পিছিয়ে পড়ল।
৪৯ মিনিটে এফসি মেদিনীপুরকে এগিয়ে দেন অর্পণ শেঠ। এর পর অনেক চেষ্টাতেও সমতায় ফিরতে পারেনি কোপা টাইগার্সরা। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ের পরে পাঁচ ম্যাচে একটি ড্র এবং একটি জয়ের সাহায্যে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পৌঁছল মেদিনীপুর। কোনও ম্যাচ না জিতে একটি ড্র করে ১ পয়েন্ট নিয়ে সবার শেষে বীরভূম। ৯০ মিনিটের ম্যাচ তো বটেই, 'বিশেষ' পেনাল্টি শুটআউটেও ৫-৪ গোলে জিতেছে মেদিনীপুর। দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অর্পণ।
লিগের অন্য ম্যাচে টানা চার ম্যাচ জেতার পর নর্থ ২৪ পরগনার বিরুদ্ধে ১-১ ড্র করেছে মেহতাব হোসেনের সুন্দরবন। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধ শুরুর ২ মিনিটের মধ্যে আকিবের নবাবের গোলে এগিয়ে যায় সুন্দরবন। যখন সকলেই প্রায় ধরে নিয়েছিলেন টানা পাঁচ ম্যাচ জয়ের পথে যাচ্ছে তারা, সেই সময়ই ছন্দপতন। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে (৯০+১) জোমুয়ান সাঙ্গার গোলে সমতায় ফেরে নর্থ ২৪ পরগনা। খেলার ফলাফল ১-১ থাকে। তবে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জেতে সুন্দরবন। যদিও টাইব্রেকারে জেতার কোনও পয়েন্ট যোগ হবে না তাদের ঝুলিতে। ড্র করলেও পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মেহতাবের দল।
