সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই প্রয়াত প্রাক্তন ফুটবলার সুখেন দে। বয়স হয়েছিল মাত্র ৩৫। প্রাক্তন ডিফেন্ডার মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছিলেন। এছাড়া ইউনাইটেড স্পোর্টসের হয়েও খেলেছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ফুটবল মহল।
ভারতীয় রেলে কাজ করতেন সুখেন। শুক্রবার কর্মস্থল রেলে কাজ করা কালীন হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১ জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। ৩৬ বছরে পা দিতেন সেদিন। কিন্তু তার আগেই মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে গেল সুখেনকে। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
২০১৪-১৫ সালে সঞ্জয় সেনের প্রশিক্ষণে আই লিগ জিতেছিল মোহনবাগান। সেই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন সুখেন। সাইড ব্যাক হিসেবে রক্ষণ আঁটসাঁট রাখার বড় দায়িত্ব পালন করেছিলেন গোটা মরশুম জুড়ে। বিশেষ করে স্পোর্টিং ক্লাব ডি গোয়ার বিরুদ্ধে যেভাবে ওডাফা ওকোলিকে আটকে দিয়েছিলেন, তা আজও ভক্তদের মুখে মুখে ফেরে। তারও আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলেছিলেন। তারপর মোহনবাগানে যোগ দিয়ে প্রথম মরশুমেই ভারতসেরা হন।
মোহনবাগানের হয়ে আই লিগ জয়ের পর সুখেন দে। ফাইল চিত্র।
সুখেনের প্রয়াণে শোকের ছায়া বাংলার ফুটবল মহলে। ইউনাইটেড স্পোর্টসের কর্মকর্তা নবাব ভট্টাচার্য সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করে জানিয়েছেন সুখেনের পরিবারে বাবা-মা, স্ত্রী ও ছয় বছরের এক পুত্র সন্তান রয়েছে।
