এবার কি শাস্তির মুখে পড়বেন যুবভারতীতে মেসি অলস্টার ম্যাচের রেফারিরা? সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। অনুমতি ছাড়া ওই ম্যাচ খেলানোয় ওই ম্যাচের চার রেফারি রোহন দাশগুপ্ত, দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত সরকারকে তলব করেছিল আইএফএ। এদের মধ্যে নীলরতন ছাড়া বাকি ৩ জন মঙ্গলবার তলবে হাজিরা দেন। তাঁরা নিজেদের দোষও স্বীকার করে নিয়েছেন বলে খবর।
গত ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ওইদিন যুবভারতীতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। মোহনবাগান মেসি অলস্টার এবং ডায়মন্ড হারবার মেসি অল স্টারের মধ্যেকার ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রোহন দাশগুপ্ত, দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত সরকার। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ওই ম্যাচ খেলানোর জন্য তাঁরা রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা এবং রেফারি সংস্থার (CRA) কাছ থেকে কোনও অনুমতি নেননি। সেই কারণে ওই ম্যাচের রেফারিদের তলব করা হয়।
মঙ্গলবার তাঁদের তলব করা হয়। নীলরতন সরকার ছাড়া বাকিরা মঙ্গলবার হাজিরা দেন। শুনানিতে তিনজনই দোষ স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, "তিনজনেই দোষ স্বীকার করেছেন। তাঁদের বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। কথা মিলছে না। তিনজনেই দোষ স্বীকার করেছেন।" একই সঙ্গে আইএফএ সচিব জানিয়েছেন, ওই ম্যাচের ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীকে বুধবার তলব করা হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার অনুপস্থিত থাকা নীলরতন সরকারকেও তলব করা হয়েছে। তাঁদের কী শাস্তি দেওয়া হবে, সেটা তাঁদের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নেবে আইএফএ'র শৃঙ্খলারক্ষা কমিটি।
