shono
Advertisement
Union Sports Ministry

বুধবার ক্লাবগুলির সঙ্গে বৈঠক কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের, অচলাবস্থা কাটবে ভারতীয় ফুটবলে?

সম্প্রচারকারী সংস্থা থেকে স্টেকহোল্ডারদের সঙ্গেও আলোচনা হবে।
Published By: Prasenjit DuttaPosted: 12:39 PM Dec 01, 2025Updated: 04:02 PM Dec 01, 2025

দুলাল দে: ক্লাবগুলির সঙ্গে আসন্ন লিগের খসড়া নিয়ে আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা কাটাতে ৩ ডিসেম্বর, বুধবার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জানা গিয়েছে বুধবার এই বৈঠক শুরু হবে দুপুরে। সেদিন আইএসএল এবং আই লিগের ক্লাবগুলির সঙ্গে ধাপে ধাপে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

Advertisement

জানা গিয়েছে, ক্লাবগুলিকে বৈঠকে যোগ দেওয়ার কথা  জানিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছে ক্রীড়ামন্ত্রক। সেখানে উপস্থিত থাকার কথা সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রতিনিধিদেরও। দুপুর দেড়টার সময় আইএসএলের ক্লাবগুলির সঙ্গে বৈঠক হবে। দুপুর ২.১৫ মিনিটে আইলিগ ও এক নীচের ডিভিশনের ক্লাবসমূহকে নিয়ে বৈঠকে বসবে ক্রীড়ামন্ত্রক। বেলা ৩টে নাগাদ এফএসডিএল, ৩.৩০ মিনিটে বাকি বিডার, বিকেল ৪টের সময় সম্প্রচারকারী সংস্থা, ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে আলোচনা চলবে। বিকেল ৪.৩০ মিনিটে সকল স্টেকহোল্ডারদের সঙ্গে একত্রে বৈঠকে বসবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

পরিস্থিতি যেমনটা ছিল, তাতে খুব দ্রুতই হয়তো আইএসএল-আই লিগ ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসে সমস্য সমাধনের কথা ছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের। কিন্তু সমস্যা সমাধানের জন্য ফেডারেশন যে পুরোপুরি ব্যর্থ, এটা প্রমাণিত হয়ে যাওয়ার পর দেশের ফুটবলের স্বার্থরক্ষায় এগিয়ে এল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কারণ, এর আগেও ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসেও কাজের কাজ কিছুই করতে পারেননি ফেডারেশন কর্তারা। আই লিগের ক্লাবগুলি তো আবার ফেডারেশনের ডাক অস্বীকার করে সরাসরি আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে। সেখানে কেন্দ্রীয় ক্রীড়া সচিবও উপস্থিত ছিলেন। যেখানে ফেডারেশনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন আই লিগ ক্লাব প্রতিনিধিরা। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এরপরই ফুটবল নিয়ে জট খোলার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। আর সেই কারণেই আইএসএল-আই লিগ ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা।

কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, কেন্দ্র এই সমস্য নিয়ে ওয়াকিবহাল। তারপরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, দু'সপ্তাহ পরে এই ইস্যুতে কেন্দ্রর বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। নিজেদের বক্তব্য সুপ্রিম কোর্টে পেশের আগে আইএসএল এবং আই লিগ আয়োজন নিয়ে বিভিন্ন প্রাইভেট সংস্থার সঙ্গে কথা বলছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। বিভিন্ন সংস্থার থেকে আইএসএল এবং আই লিগ কীভাবে করা সম্ভব, তা নিয়ে খসড়াও চাওয়া হয়েছে। এবার দেশের লিগ চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। সেই কারণেই আইএসএল এবং আই লিগ ক্লাবগুলির সঙ্গে লিগের খসড়া নিয়ে আলোচনায় বসতে চলেছেন ক্রীড়ামন্ত্রকের কর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্লাবগুলির সঙ্গে আসন্ন লিগের খসড়া নিয়ে আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
  • ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা কাটাতে ৩ ডিসেম্বর, বুধবার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
  • জানা গিয়েছে বুধবার এই বৈঠক শুরু হবে দুপুরে।
Advertisement