shono
Advertisement

Breaking News

India Football Team

মধ্য এশিয়ার কাফা কাপে খেলবে ভারত, গ্রুপ পর্বে শক্তিশালী ইরানের মোকাবিলায় সুনীলরা

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে পরীক্ষায় ব্লু টাইগার্সরা।
Published By: Arpan DasPosted: 12:56 PM Jul 30, 2025Updated: 12:56 PM Jul 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্য এশিয়ার ফুটবল সংস্থা আয়োজিত নেশনস কাপে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় দল। যা সংক্ষেপে কাফা কাপ নামেও পরিচিত। টুর্নামেন্টটি ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে গ্রুপ বি'তে ভারতের প্রতিপক্ষ তাজিকিস্তান, ইরান, আফগানিস্তান।

Advertisement

২০২৭-র এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভালো জায়গায় নেই সুনীল ছেত্রীরা। প্রথম দুটি খেলায় মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপে সবার শেষে রয়েছে। গ্রুপ শীর্ষে থাকতে হলে সবকটা ম্যাচই জিততে হবে। ভারতের ম্যাচ রয়েছে অক্টোবরে। সেখানে কাফা কাপে অংশগ্রহণ করা ভারতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

উজবেকিস্তান এবং তাজিকিস্তান যৌথভাবে ২০২৫ সালের কাফা নেশনস কাপের আয়োজন করছে। ভারতের প্রথম ম্যাচ ২৯ আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে। এরপর ১ সেপ্টেম্বর ইরান ও ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ। দুটি গ্রুপের প্রথম দুটি টিম প্লে অফে যাবে। ইরান গতবারের চ্যাম্পিয়ন দল। যাদের বর্তমান র‍্যাঙ্কিং ২০। তাজিকিস্তানের র‍্যাঙ্কিং ১০৬। অন্যদিকে আফগানিস্তান (১৬১) র‍্যাঙ্কিংয়ে ভারতের (১৩৩) পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে আফগানদের কাছেও হারতে হয়েছে। ফলে কাফা কাপে যথেষ্ট শক্ত গ্রুপেই রয়েছে ভারত। অন্য গ্রুপে রয়েছে উজবেকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ওমান। 

এই টুর্নামেন্টে প্রথমে মালয়েশিয়ার খেলার কথা ছিল। তারা সরে দাঁড়ানোয় ভারতকে আমন্ত্রণ পাঠানো হয়। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি অন্য সমস্যাও আছে। এই মুহূর্তে ভারতীয় দলে কোনও কোচ নেই। সব ঠিক থাকলে শুক্রবার নতুন কোচের নাম ঘোষণা হতে পারে। যিনিই দায়িত্বে আসুন না কেন, তাঁর হাতে মাত্র একমাস সময় থাকবে ইরানের মতো শক্তিশালী দলের মোকাবিলার জন্য।

ভারতের সূচি
২৯ আগস্ট : বনাম তাজিকিস্তান
১ সেপ্টেম্বর: বনাম ইরান
৪ সেপ্টেম্বর : বনাম আফগানিস্তান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মধ্য এশিয়ার ফুটবল সংস্থা আয়োজিত নেশনস কাপে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় দল। যা সংক্ষেপে কাফা কাপ নামেও পরিচিত।
  • টুর্নামেন্টটি ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা।
  • যেখানে গ্রুপ বি'তে ভারতের প্রতিপক্ষ তাজিকিস্তান, ইরান, আফগানিস্তান।
Advertisement