shono
Advertisement

Breaking News

East Bengal

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল, হায়দরাবাদ নিয়ে সতর্ক কোচ অস্কার

এই ম্যাচে জিতলে আইএসএলে প্রথমবার টানা তিনটে ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিতে পারবে ইস্টবেঙ্গল।
Published By: Arpan DasPosted: 03:18 PM Dec 28, 2024Updated: 03:18 PM Dec 28, 2024

স্টাফ রিপোর্টার : সাড়ে চার বছর আইএসএল খেলে ফেলেছে ইস্টবেঙ্গল। তবে এখনও টানা তিনটে ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিতে পারেনি লাল-হলুদ শিবির। কোনও কোচের আমলেই জয়ের হ্যাটট্রিক হয়নি। অবশেষে সেই নজির গড়ার সুয়োগ রয়েছে কোচ অস্কার ব্রুজোর সামনে। শনিবার সেই লক্ষ্য মাথায় নিয়েই হায়দরাবাদের বিরুদ্ধে নামার বার্তাও দিয়েছেন তিনি।

Advertisement

শেষ দু’ম্যাচে পাঞ্জাব এফসি ও জামশেদপুর এফসি-কে হারিয়েছে ইস্টবেঙ্গল। লিগ টেবলের দ্বাদশতম স্থানে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে পিভি বিষ্ণু, আনোয়ার আলিদেরই ফেভারিট ধরা হচ্ছে। তবে জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে নামার আগে কোচ অস্কার বেশ সাবধানী। কারণ, এবছর অ্যাওয়ে ম্যাচে তাঁর দলের পরিসংখ্যান একেবারেই বলার মতো নয়। পাঁচ ম্যাচে মাত্র একটা জয়, বাকিগুলিতে হার। সেই প্রসঙ্গ মাথায় রেখেই অস্কার বলছিলেন, “আমাদের সামনে উন্নতির সুযোগ রয়েছে। এটা ঠিক যে আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে আমাদের কাছে। তবে এবার অ্যাওয়ে ম্যাচে আমরা সেভাবে পয়েন্ট পাইনি। সেটা মাথায় রাখছি। তাছাড়া এটাই বছরের শেষ ম্যাচ। জিততে পারলে লিগ টেবলে অবস্থান আরও পোক্ত করতে পারব আমরা।” শেষ তিন সাক্ষাতেই অবশ্য হায়দরাবাদকে হারিয়েছে ইস্টবেঙ্গল।

দীর্ঘদিনের কোচ থাংবই সিংটো যাওয়ার পর হায়দরাবাদ কিছুটা নড়বড়ে অবস্থায় রয়েছে। শেষ ম্যাচে দু’গোলে এগিয়ে গিয়েও ২-৫ ব্যবধানে নর্থ-ইস্টের কাছে হেরেছে তারা। কিন্তু অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছেন না অস্কার। তাঁর কথায়, “এমন একটা দলের বিরুদ্ধে নামব, যাদের ফেভারিট বলা হচ্ছে না। কিন্তু এখন ফুটবলে ফেভারিট বলে কিছু হয় না। আমাদের প্রতিপক্ষ ভালো দল। আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সুযোগ নষ্ট করলে চলবে না। ফুটবলারদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি।” গত কয়েক দিনে বেশ বৃষ্টি হয়েছে হায়দরাবাদে। তবে আবহাওয়া নিয়ে ভাবছেন না অস্কার। তাঁর বক্তব্য, “এখন আর আমাদের কোনও অজুহাত দেওয়ার সুযোগ নেই। যে কোনও পরিস্থিতিতেই নিজেদের সেরাটা দিতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাড়ে চার বছর আইএসএল খেলে ফেলেছে ইস্টবেঙ্গল। তবে এখনও টানা তিনটে ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিতে পারেনি লাল-হলুদ শিবির।
  • কোনও কোচের আমলেই জয়ের হ্যাটট্রিক হয়নি। অবশেষে সেই নজির গড়ার সুয়োগ রয়েছে কোচ অস্কার ব্রুজোর সামনে।
  • শনিবার সেই লক্ষ্য মাথায় নিয়েই হায়দরাবাদের বিরুদ্ধে নামার বার্তাও দিয়েছেন তিনি।
Advertisement