shono
Advertisement
Mohun Bagan

ফিট গ্রেগ বাড়তি ভরসা দিচ্ছেন মোহনবাগানকে, ডার্বিতে গোল করার জন্য মুখিয়ে ম্যাকলারেন

এই মুহূর্তে ইস্টবেঙ্গলের চেয়ে সবদিক থেকেই ভালো অবস্থায় থাকলেও ডার্বি নিয়ে আগেভাগে মন্তব্য করতে চান না মোলিনা।
Published By: Arpan DasPosted: 10:28 AM Jan 08, 2025Updated: 11:05 AM Jan 08, 2025

স্টাফ রিপোর্টার: আপাতত মোহনবাগান শিবিরে এখন ডার্বির আবহাওয়া। ধীরে ধীরে চোট-আঘাত সারিয়ে পুরোদস্তুর অনুশীলনে গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়ারা। প্রতিপক্ষের অবস্থান যাচাই করতেই সোমবার অনুশীলন থেকে ফিরে টিভিতে ইস্টবেঙ্গল-মুম্বই সিটি এফসি ম্যাচ দেখলেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। এই মুহূর্তে অস্কার ব্রুজোর দলের চেয়ে সবদিক থেকেই ভালো অবস্থায় থাকলেও ডার্বিকে নিয়ে আগেভাগে মন্তব্য করতে চান না মোলিনা। তবে ডার্বির আগে আশার আলো ধীরে ধীরে স্টুয়ার্টের ফিট হওয়া।

Advertisement

গ্রেগ ফিট হয়ে যাওয়া মানে মাঝমাঠ আরও শক্তিশালী হয়ে যাবে। এদিন পায়ে ছোট ব্যান্ডেজ থাকলেও পুরোদমেই দলের সঙ্গে অনুশীলন করেছেন স্টুয়ার্ট। এই মরশুমে দারুণ ফর্মে রয়েছেন গ্রেগ। গত ডার্বিতেও অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন তিনি। তাই গ্রেগ ফিট থাকলে প্রতিপক্ষকে তাঁকে নিয়ে ভাবতেই হবে। তিনি প্রথম একাদশে এলে আবার রিজার্ভে থাকতে হবে দিমিত্রি পেত্রাতোসকে। যদিও গত দু ম্যাচে চোটের জন্য দিমিত্রিও ছিলেন না।

তবে এদিন দলের সঙ্গে অনুশীলন করেনি আশিক কুরুনিয়ান ও আশিস রাই। এই দুই ফুটবলাররাই সাইডলাইনে অনুশীলন করেন। মঙ্গলবার সিচুয়েশন অনুশীলনে জোর দেন মোলিনা। গত ডার্বিতে গোল করে সমর্থকদের জয় উপহার দিতে সাহায্য করেছিলেন জেমি ম্যাকলারেন। এই ডার্বিতেও সেই ধারাবাহিকতা দেখাবেন বলে মঙ্গলবার সমর্থকদের আশ্বাস দেন এই অজি তারকা ফুটবলার। কোচের মতো তিনিও ইস্টবেঙ্গল-মুম্বই ম্যাচ দেখেছেন সোমবার। কলকাতার বাইরে ডার্বি হলেও জয় নিয়ে সমস্যা হবে না বলে মনে করছেন সবুজ-মেরুন ফুটবলাররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আপাতত মোহনবাগান শিবিরে এখন ডার্বির আবহাওয়া। ধীরে ধীরে চোট-আঘাত সারিয়ে পুরোদস্তুর অনুশীলনে গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়ারা।
  • প্রতিপক্ষের অবস্থান যাচাই করতেই সোমবার অনুশীলন থেকে ফিরে টিভিতে ইস্টবেঙ্গল-মুম্বই সিটি এফসি ম্যাচ দেখলেন মোহনবাগান কোচ জোসে মোলিনা।
  • এই মুহূর্তে অস্কার ব্রুজোর দলের চেয়ে সবদিক থেকেই ভালো অবস্থায় থাকলেও ডার্বিকে নিয়ে আগেভাগে মন্তব্য করতে চান না মোলিনা।
Advertisement