shono
Advertisement

Breaking News

Mohun Bagan

সামনে হায়দরাবাদ, আইএসএলে আজ জয়ের সঙ্গে ক্লিনশিটও চাইছে মোহনবাগান

চোট কাটিয়ে দলের সঙ্গে হায়দরাবাদ গেলেন আশিস রাই ও আপুইয়া।
Published By: Biswadip DeyPosted: 08:56 AM Oct 30, 2024Updated: 05:24 PM Oct 30, 2024

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার সকালে অনুশীলন করেই হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে উড়ে গেল মোহনবাগান (Mohun Bagan)। ডার্বি খেলার দশদিন পর বুধবার ফের আইএসএলে নামছেন জেসন কামিংসরা। চোট কাটিয়ে দলের সঙ্গে হায়দরাবাদ গেলেন আশিস রাই ও আপুইয়া। মঙ্গলবার পুরোদমেই দলের সঙ্গে অনুশীলন করেন এই দুই ফুটবলার। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি খাতায় কলমে মোহনবাগানের থেকে অনেক কম বাজেটের হলেও এই ম্যাচে নামার আগে ফুটবলারদের সতর্ক থাকতে বার বার বলে দিয়েছেন মোলিনা। কামিংসদের উদ্দেশে মোলিনার বার্তা, “আইএসএলে (ISL 2024) কোনও ম্যাচই সহজ ম্যাচ নয়।” আবার এই ম্যাচটা জিতলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে শুভাশিসদের সামনে। পাশাপাশি এই ম্যাচটি জিতলে জয়ের হ্যাটট্রিক হবে মোহনবাগানের।

Advertisement

ডুরান্ডে প্রবল সমালোচনা হলেও গত দু’ম্যাচে ক্লিনশিট রেখেছেন টম অলড্রেডরা। বিশেষ করে আলবার্তো রডরিগেজ থাকলে রক্ষণ নিয়ে কিছুটা নিশ্চিন্ত হতে পারেন মোহনবাগান কোচ। চোট কাটিয়ে ফিরে আপাতত রডরিগেজও স্বস্তি দিচ্ছেন মোলিনাকে। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামার আগে মোহনবাগান কোচ বলছিলেন, “গত দু’ম্যাচে নামার আগে যেভাবে প্রতিপক্ষকে আটকিয়েছি। সেই একই রকমভাবে এই ম্যাচেও ক্লিনশিট রাখতে চাই।”

হোম কিংবা অ্যাওয়ে ম্যাচ নিয়ে আলাদাভাবে দেখতে চান না মোহনবাগান কোচ। তাঁর কাছে প্রত্যেকটা ম্যাচই একই রকম। মোলিনা আরও যোগ করেন, “সব ম্যাচই আমার কাছে একই রকম। সে হোম ম্যাচই হোক আর অ্যাওয়ে ম্যাচ হোক। নিজস্ব স্টাইলেই হায়দরাবাদ ম্যাচ খেলব। লক্ষ্য থাকবে গোল না খাওয়া আর যতবেশি সংখ্যক গোল দিয়ে ম্যাচটা জেতা। নিজেদের সেরাটা দিলে আশা করি আমরা ম্যাচটা জিততে পারব।”

বুধবার হায়দরাবাদ পৌঁছানোর পর সেখানেও মোহনবাগান সমর্থকরা অভ্যর্থনা জানায় ম্যাকলারেনদের। মঙ্গলবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে উড়ে যাওয়ার আগে ফুটবলারদের ঘন্টা দেড়েকের অনুশীলন করান মোলিনা। এদিন অনুশীলনে ডেডবল সিচুয়েশনের উপর জোর দিয়েছিলেন মোহনবাগান কোচ। অন্যদিকে একঝাঁক তরুণ ফুটবলার সমৃদ্ধ হায়দরাবাদ এফসি গত ম্যাচে মহামেডানকে চার গোলে হারিয়ে এই মুহূর্তে যথেষ্টই আত্মবিশ্বাসী। ঘরের মাঠে আরও একটা অঘটনের প্রত্যাশা করছেন হায়দরাবাদের ভারতীয় কোচ সিংটই থঙ্গবো। এই মুহূর্তে লিগ টেবিলের একাদশতম স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। সেখানে মোহনবাগান দাঁড়িয়ে রয়েছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। তাদের সংগ্রহ পাঁচ ম্যাচে দশ পয়েন্ট। শুভাশিসদের লক্ষ্য এই ম্যাচে জিতে লিগ টেবিলের আরও উপরে উঠে আসা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার সকালে অনুশীলন করেই হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে উড়ে গেল মোহনবাগান।
  • ডার্বি খেলার দশদিন পর বুধবার ফের আইএসএলে নামছেন জেসন কামিংসরা।
  • চোট কাটিয়ে দলের সঙ্গে হায়দরাবাদ গেলেন আশিস রাই ও আপুইয়া।
Advertisement