shono
Advertisement
ISL

আইএসএল ডার্বি ৩ মে, এখনও ‘হোম গ্রাউন্ড’ ঠিক হয়নি মহামেডানের

১৪ ফেব্রুয়ারি থেকে যে আইএসএল শুরুর যে পরিকল্পনা হয়েছে, তাতে ক্লাবগুলি ক্রীড়াসূচির যে প্রাথমিক একটা খসড়া তৈরি করেছে, তাতে কলকাতায় ডার্বি ম্যাচের জন্য দিন ধার্য হয়েছে ৩ মে। হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
Published By: Prasenjit DuttaPosted: 10:42 AM Jan 26, 2026Updated: 10:42 AM Jan 26, 2026

মারাত্মক কিছু পরিবর্তন না হলে এই মরশুমে আইএসএলের মহা প্রতীক্ষিত ডার্বি অনুষ্ঠিত হবে ৩ মে। ১৪ ফেব্রুয়ারি থেকে যে আইএসএল শুরুর যে পরিকল্পনা হয়েছে, তাতে ক্লাবগুলি ক্রীড়াসূচির যে প্রাথমিক একটা খসড়া তৈরি করেছে, তাতে কলকাতায় ডার্বি ম্যাচের জন্য দিন ধার্য হয়েছে ৩ মে। হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

Advertisement

ডার্বির দিন ঠিক হলেও মিনি ডার্বি - ইস্টবেঙ্গল-মহামেডান কিংবা মোহনবাগান-মহামেডান ম্যাচের দিন এখনও কিন্তু ক্রীড়াসূচিতে ঠিক হয়নি। এর একটাই কারণ, মহামেডান কর্তারা এখনও তাদের হোম ম্যাচ কোথায় হবে, তা কর্তৃপক্ষকে জানাতে পারেননি। মহামেডান কর্তা কামারুদ্দিন জানালেন, হোম ম্যাচ খেলা কোন মাঠে হবে, তা ঠিক করার জন্য রাজ্য সরকারের সঙ্গে ক্লাব আলোচনা চালাচ্ছে। যে মুহূর্তে হোম গ্রাউন্ড নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে, দ্রুততার সঙ্গে আইএসএলের ক্রীড়াসূচি যাঁরা করছেন, তাদের জানিয়ে দেওয়া হবে।

এই মরশুমে ক্লাবগুলি নিজেরাই আলোচনা করে আইএসএলের ক্রীড়াসূচি বানাচ্ছে। চার ক্লাব প্রতিনিধির হাতে দায়িত্ব রয়েছে এই মরশুমের ক্রীড়াসূচি তৈরি করার। একেবারের শুরুতে ক্রীড়াসূচি তৈরি করতে বসে ক্লাব প্রতিনিধিরা ঠিক করেন, ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করবেন। এই সিদ্ধান্তের পিছনে কারণ ছিল একটাই। এই মুহূর্তে দেশে সিনিয়র পর্যায়ের ফুটবল থমকে থাকায়, ডার্বির উন্মাদনা দিয়ে প্রতিযোগিতা শুরু করলে দেশজুড়ে দুই ক্লাবের ফ্যানরা ফের ফুটবলকে কেন্দ্র করে জেগে উঠবেন। ফুটবল নিয়ে সমর্থকদের মধ্যে ফের উন্মাদনা শুরু হবে। তবে ক্রীড়াসূচি নিয়ে ক্লাব প্রতিনিধিদের এই প্রস্তাবে আপত্তি জানান কলকাতার দুই প্রধানের কর্তারাই। কারণ, দীর্ঘদিন ধরে কোনও ক্লাবই কোনও প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে নেই। ফলে শুরুতেই ডার্বি খেললে ফলাফল যা খুশি হতে পারে।

দু'টি ক্লাবই চাইছে, আইএসএলের কয়েকটি ম্যাচ খেলে নিয়ে ডার্বি খেললে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে। তাই ডার্বির দিন পিছিয়ে দিতে বলা হয়। এদিকে, এপ্রিলে আবার বাংলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ফলে সেই সময় ডার্বি ম্যাচ আয়োজন করতে চাইলে পুলিশের অনুমতি পাওয়া সমস্যার হবে। সেই কারণেই ঠিক হয়েছে, নির্বাচন হয়ে যাওযার পর ৩ মে এই মরশুমের ডার্বি অনুষ্ঠিত হবে। ক্লাবজোটের ক্রীড়াসূচির এই প্রস্তাবে আপাতত সম্মতিও দিয়ে দিয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেই কারণেই বলা হচ্ছে, বিশাল কিছু পরিবর্তন না হলে এই মরশুমের আইএসএলে ডার্বি হবে ৩ মে। তবে এই ম্যাচটা কোনও দলেরই হোম ম্যাচ কিংবা অ্যাওয়ে ম্যাচ হিসেবে দেখা হবে না।

ডার্বির পাশাপাশি কলকাতায় দু'টো মিনি ডার্বিও অনুষ্ঠিত হবে। কিন্তু মহামেডান এখনও জানাতে পারেনি, তারা কোথায় ইস্টবেঙ্গল-মহামেডানের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এমনিতে মহামেডানের ইচ্ছে রয়েছে, কলকাতাতেই কিশোরভারতী স্টেডিয়ামে ম্যাচ খেলা। কিন্তু তারজন্য যে সরকারি অনুমতির দরকার, সে ব্যাপারে এখনও চূড়ান্ত অনুমতি কর্তৃপক্ষকে দেখাতে পারেনি মহামেডান। ফলে আইএসএলের ক্রীড়াসূচিতে তাদের হোম ম্যাচের দিনক্ষণ কিছুই দেখানো হয়নি। তবে সাদা-কালো কর্তারা আশাবাদী, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কিছুদিনের মধ্যেই আইএসএলে তাদের হোমগ্রাউন্ডের সমস্যা মিটে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement