স্টাফ রিপোর্টার: আশঙ্কাই সত্যি হল। শেষ পর্যন্ত চোট পাওয়া মনবীর সিং ও আপুইয়াকে ছাড়াই জামশেদপুর গেল মোহনবাগান। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুর এফসির সামনে মোহনবাগান। জেসন কামিংস, জেমি ম্যাকলারেনরা ফিট। তবে তিন সপ্তাহ ম্যাচ না খেলার পাশাপাশি জামশেদপুরের গরম ভাবাচ্ছে মোলিনাকে।
দলের গুরুত্বপূর্ণ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট মনে করছেন, গরম সমস্যা হবে দুই দলের জন্যই। তবে এমন পরিবেশে খেলার জন্য তৈরি রয়েছেন তাঁরা। এই ম্যাচে মোহনবাগান যেমন পাবে না মনবীর আর আপুইয়াকে। তেমনই কার্ড সমস্যার জন্য খালিদ জামিল পাবেন না মোবাশির রহমানকে। জামশেদপুরের আরেক রক্ষণের ফুটবলার প্রতীক চৌধুরির চোট থাকলেও বৃহস্পতিবার সকালে তাঁর অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন খালিদ।
শিল্ড জয় অতীত। মোহনবাগান কোচের মাথায় এখন আইএসএল ট্রফি। প্রতিপক্ষ জামশেদপুরকে সমীহ করলেও মোলিনা বলছেন, আইএসএল কাপ লক্ষ্য হলেও আপাতত বাকি তিন ম্যাচের দিকে না তাকিয়ে বৃহস্পতিবারের ম্যাচের দিকেই পুরোপুরি ফোকাস করছেন। মনবীর ও আপুইয়া না থাকলেও জয় নিয়ে সমস্যা হবে না বলে মনে করেন সবুজ-মেরুন কোচ।
জামশেদপুর যাওয়ার আগে তিনি বলছেন, “এই মরশুমের পারফরম্যান্স নিয়ে আমি খুশি। তবে আমরা আইএসএল কাপটাও জিততে চাই। সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিয়েছি।” জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে খুশি দলের নির্ভরযোগ্য ফুটবলার স্টুয়ার্ট। তিনিও বলছেন, “ম্যাচ না খেললেও গত দু’সপ্তাহ আমরা অনুশীলনের মধ্যেই ছিলাম।” মনবীরের বদলে সাহালকে ব্যবহার করতে পারেন মোলিনা।
ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে জামশেদপুর কোচ খালিদ জামিল বলছেন, “ওরা ভালো দল। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে এসেছে। সতর্ক রয়েছি ঠিকই, তবে ওরাও কিন্তু আমাদের নিয়ে ভাবছে। যেমন পরিস্থিতি থাকবে, তেমনই খেলব আমরা। আমাদের মোবাশিরের কার্ড আছে। আশা করছি বাকি সবাইকে পাব।”
এদিন বিকালেও জামশেদপুরের ফিজিওর কাছে আলাদা করে ট্রেনিং করলেন চোট পাওয়া রক্ষণের ফুটবলার প্রতীক চৌধুরি। তাঁকে এই ম্যাচে নামানোর সব রকম চেষ্টা করছেন খালিদ। তিনি জানেন, ম্যাকলারেন, কামিংস, স্টুয়ার্টদের আটকানোর জন্য রক্ষণ মজবুত করা সবথেকে বড় কাজ। তাই প্রতীককে সুস্থ করে খেলানোর চেষ্টা করা হচ্ছে।
আজ আইএসএলে
জামশেদপুর এফসি
বনাম মোহনবাগান
জামশেদপুর, সন্ধ্যা ৭.৩০
স্টার স্পোর্টস ও জিও-হটস্টারে