বেঙ্গল সুপার লিগে শনিবার ছিল ডবল হেডার। প্রথম ম্যাচে এফসি মেদিনীপুরকে গুঁড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল জেএইচআর রয়্যাল সিটি এফসি। অন্য ম্যাচে লিগ তালিকায় শেষে থাকা কোপা টাইগার্স বীরভূম বর্ধমান ব্লাস্টার্সের সঙ্গে ড্র করল।
দুপুরের ম্যাচে রয়্যাল সিটির কাছে কল্কে পায়নি মেদিনীপুর। ২২-২৮ মিনিটের ঝড়ে কার্যত দিশেহারা হয়ে যায় মেদিনীপুর। গোল করেন ইরফান, আমিল এবং স্টেফান। রয়্যাল সিটির রিয়েল দাপটে তখন থরহরিকম্প অবস্থা মেদিনীপুরের। যদিও প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) তাদের হয়ে ব্যবধান কমান জনি।
দ্বিতীয়ার্ধে পরিস্থিতির খুব বিশেষ বদল হয়নি। বরং আরও আগ্রাসী মেজাজে দেখা যায় রয়্যাল সিটির ফুটবলারদের। যদিও চতুর্থ গোলের দেখা পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল তাদের। ৮৩ মিনিটে স্টেফান তাঁর দ্বিতীয় গোল পান। এর ঠিক দু'মিনিট পর আমিল ফের গোল করে স্কোর লাইন ৫-১ করেন। ম্যাচের একেবারে অন্তিমে মেদিনীপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সজন। দু'টি গোল করে ম্যাচ সেরার পুরস্কার পান মহম্মদ আমিল নইম। লিগের অপর ম্যাচে বর্ধমান ব্লাস্টার্স ১-১ গোলে ড্র করেছে কোপা টাইগার্স বীরভূমের সঙ্গে।
মেদিনীপুরকে গোলের মালা পরিয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রয়্যাল সিটি। ১২ ম্যাচে তাদের ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হাওড়া-হুগলি। তৃতীয় স্থানে রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২০। চারে বর্ধমান ব্লাস্টার্স। ১২ ম্যাচে তারা ২০ পয়েন্টে। পাঁচে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। ১১ ম্যাচে ১৭ পয়েন্টে তারা। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ নর্থ ২৪ পরগনা। এরপর ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ৩।
