shono
Advertisement
Jose Mourinho

বিপক্ষ কোচের নাক টিপে নিষেধাজ্ঞার কবলে জোসে মোরিনহো, দিতে হবে মোটা জরিমানাও

ফের বিতর্কে 'দ্য স্পেশাল ওয়ান'।
Published By: Prasenjit DuttaPosted: 06:36 PM Apr 06, 2025Updated: 06:36 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী। এবার তুরস্কের বিতর্কের কবলে পর্তু‌গিজ কোচ জোসে মোরিনহো। গালাতাসারের বিরুদ্ধে ম্যাচের পর কোচের নাক টিপে ধরেছিলেন 'দ্য স্পেশাল ওয়ান'। এবার তার জন্য কড়া শাস্তিও ভোগ করতে হবে। বেশ কয়েকটি ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না। সেই সঙ্গে দিতে হবে মোটা জরিমানাও।

Advertisement

ঠিক কী ঘটেছিল? টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালের ঘটনা। গালাতাসারের কাছে ২-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল মোরিনহোর দল ফেনারবাচে। এই পরাজয় মন থেকে মেনে নিতে পারেননি তিনি। ম্যাচের পর মেজাজ হারিয়ে বিপক্ষ দলের কোচ ওকান বুরুকের নাক টিপে ধরেন মোরিনহো। হাত দিয়ে নাক ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন বিপক্ষ দলের কোচ। এমন ঘটনার পর শাস্তির খাঁড়া নেমে এসেছে ৬২ বছর বয়সি এই কোচের উপর।

চেলসি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন এই কোচকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়াও ৬,০০০ ইউরো জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ লক্ষ ৬১ হাজার টাকারও বেশি। তুরস্ক ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, 'অখেলোয়াড়োচিত আচরণের জন্য পরের তিনটি ম্যাচে দলের ড্রেসিংরুম কিংবা ডাগআউটে থাকতে পারবেন না মোরিনহো।'

এদিকে, গালাতাসারের পক্ষ থেকেও কড়া ভাষায় সমালোচনা করা হয় মোরিনহোর। আবার ফেনারবাচে কর্তৃপক্ষ দাবি করে, "মোরিনহোকে লক্ষ্য করে হাত দিয়ে অশোভন ইঙ্গিতে উত্তেজিত করেছিলেন বিপক্ষ কোচ। নাক টেনে ধরার পর রুরুক এমন অভিনয় করেন যে, দেখে মনে হচ্ছিল তাঁকে কেউ গুলি করেছে।" যদিও এরপর শাস্তি এড়ানো যায়নি। তুরস্কের ফুটবল ফেডারেশনের রোষে পড়তেই হল জোসে মোরিনহোকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী।
  • গত বুধবারও বিতর্ক এড়াতে পারেননি পর্তু‌গিজ কোচ জোসে মোরিনহো।
  • বিপক্ষ দলের কোচের নাক টিপে কড়া শাস্তির কবলে পড়তে হল তাঁকে। 
Advertisement