শিলাজিৎ সরকার: মহিলাদের ফুটবলে ভারতসেরা ইস্টবেঙ্গল। আর সেটাও এক ম্যাচ বাকি থাকতেই। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ওড়িশা এফসি'কে হারিয়ে IWL চ্যাম্পিয়ন হল লাল-হলুদের মহিলা বাহিনী। ম্যাচের একমাত্র গোল সৌম্য গুগুলোথের। IWL চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে ছাড়পত্র পেল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের।

গোটা টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ফর্মে ছিলেন অঞ্জু তামাংরা। ১৩টি ম্যাচের মধ্যে জিতেছে ১১টি। ড্র একটি। হার একটি মাত্র ম্যাচে। সব মিলিয়ে পয়েন্ট ৩৪। টুর্নামেন্ট জুড়ে একমাত্র গোকুলামই সেভাবে টক্কর দিতে পেরেছে। লাল-হলুদ বাহিনীর শেষ ম্যাচ তাদের বিরুদ্ধেই। যাদের এই মুহূর্তে ১২ ম্যাচে পয়েন্ট ২৬। ফলে ইস্টবেঙ্গল ম্যাচ-সহ গোকুলাম দুটি ম্যাচ জিতলেও সুইটি দেবীদের ধরতে পারবে না।
এদিন কল্যাণী স্টেডিয়ামে প্রথমার্ধের ফলাফল ছিল গোলশূন্য। ৬৭ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বলে গোল করেন সৌম্য গুগুলোথ। সেটাই পার্থক্য গড়ে দিল। তারপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন করেন ৭ নম্বর জার্সিধারী সৌম্য। আর এই ম্যাচ হেরে অবনমন হল গতবারের চ্যাম্পিয়ন ওড়িশা এফসি'র।
মহিলাদের ফুটবলে ভারতসেরা হয়ে অনন্য নজির গড়ল ইস্টবেঙ্গল। ২০০৩-০৪ মরশুমে জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ বাহিনী। তারপর অবশ্য আই লিগে সাফল্য আসেনি। এদিন মহিলারা চ্যাম্পিয়ন হতেই পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই দেশের প্রথম সারির টুর্নামেন্টে সেরা হল ইস্টবেঙ্গল। এর আগে অবশ্য গোকুলামও মহিলাদের লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তারা যখন আই লিগ চ্যাম্পিয়ন হয়, ততদিনে আইএসএল প্রথম ডিভিশন হয়ে গিয়েছে।