সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এফএ কাপের রুদ্ধশ্বাস ম্যাচে আর্সেনালকে হারিয়ে পরের রাউন্ডে চলে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। টাইব্রেকারে কাই হাভার্ৎজের শট সেভ করে দেন ইউনাইটেডের গোলকিপার। আর তারপরই হাভার্ৎজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে সোশাল মিডিয়ায় কুৎসিত আক্রমণ করা হল।
এফ এ কাপের ম্যাচে ৫২ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। ৬১ মিনিটে লাল কার্ড দেখেন রেড ডেভিলসের ডিফেন্ডার দিয়েগো দালোট। দুমিনিট পরই সমতা ফেরায় আর্সেনাল। গানার্সদের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল। তারপরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মিকেল আর্তেতার দলের কাছে। কিন্তু ওডেগার্ডের পেনাল্টি বাঁচিয়ে দেন ম্যাঞ্চেস্টারের গোলকিপার বাইয়িন্দির। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে হাভার্ৎজের শট বাঁচিয়ে নায়ক হয়ে যান বাইয়িন্দির।
কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। সোশাল মিডিয়ায় নোংরা ভাষায় আক্রমণ করা হয় জার্মান ফুটবলারের স্ত্রী সোফি হাভার্ৎজকে উদ্দেশ্য করে। গত বছরেই বিয়ে করেছেন তাঁরা। সোফি এই মুহূর্তে অন্তঃসত্ত্বা। তাঁকে উদ্দেশ্য করে অনেকে লেখেন, 'আমি চাই তোমার গর্ভপাত হোক'। কেউ আবার লিখেছেন, 'আমি তোমার বাড়ি গিয়ে তোমাদের সন্তানকে খুন করব।'
যদিও সোফি যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন। সেই বার্তাগুলোকে জনসমক্ষে এনে লিখেছেন, 'যারা ভাবছে এরকম কিছু লেখাই যায়, তাদের কথা ভেবে আমি চমকে উঠি। তোমাদের লজ্জিত হওয়া উচিত।' আর্সেনালের তরফ থেকেও এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।