সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের কারাবাও কাপের সেমিফাইনালে একপেশে জয় পেল লিভারপুল। প্রথম পর্বের ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে দ্বিতীয় পর্বে ৪ গোলে হারাল টটেনহ্যামকে। অন্যদিকে স্পেনের কোপা দেল রে-তে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেল বার্সেলোনাও। সেখানে হ্যাটট্রিক করলেন ফেরান তোরেস।
কারাবাও কাপের প্রথম পর্বের ম্যাচে টটেনহ্যামকে জিতিয়ে ছিলেন লুকাস বার্জভাল। কিন্তু দ্বিতীয় পর্বে কার্যত আত্মসমর্পণ পোস্তেকোগলুওর ছেলেদের। গোটা ম্যাচে গোল লক্ষ্য করে কোনও শটই নেই হিউং মিন সনদের। সেখানে আর্নে স্লটের দল ১০টি শট করে। ৩৪ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন গাকপো। ৫১ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল সালাহর। ৭৫ মিনিটে গোল সবোজলাইয়ের। ৫ মিনিট পর হেডে ৪-০ করেন অধিনায়ক ভ্যান ডাইক। ফাইনালে তাদের সামনে নিউকাসল ইউনাইটেড।
অন্যদিকে স্পেনের কোপা দেল রে-তে ঝড় তুললেন ফেরান তোরেস। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক হয়ে যায় তাঁর। প্রথম গোলটি করলেন ম্যাচের তিন মিনিটে। ১৭ মিনিটে দ্বিতীয় গোল দুরন্ত ভলিতে। মাঝে একটি গোল করেন আরেক তরুণ প্রতিভা ফেরমিন লোপেজ। ৩০ মিনিটে মাটি ঘেঁষা প্লেসিংয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন তোরেস। প্রথমার্ধে ৪-০ এগিয়ে যাওয়ায় ম্যাচ প্রায় ওখানেই শেষ হয়ে যায়। ৫৯ মিনিটে শেষ পেরেকটি পোঁতেন লামিনে ইয়ামাল। কোপা দেল রে-য় সেমিফাইনালে বার্সেলোনা ছাড়াও উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়াদাদ।
