সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান দ্বিমুকুট জয়ে উৎসবের রেশ এখনও চলছে। এর মধ্যেই আইপিএলে এলএসজি'র ম্যাচ। কলকাতা ছেড়ে সঞ্জীব গোয়েঙ্কা পাড়ি দিয়েছেন লখনউয়ে। তবে সেখানেও তাঁর জন্য অপেক্ষায় সবুজ-মেরুন অভ্যর্থনা। নেপথ্যে বাজছিল, 'আমাদের সূর্য মেরুন' গানটি।

শনিবার যুবভারতীতে রুদ্ধশ্বাস ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। তারপর রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন সুপার জায়ান্টসের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। বারবার বলেন, চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব সমর্থকদের। আইএসএলের লড়াই শেষের পরই এলএসজি'কে উৎসাহিত করতে তিনি এবার উপস্থিত থাকবেন লখনউয়ের একানা স্টেডিয়ামে। যেখানে ঋষভ পন্থরা মুখোমুখি হবেন চেন্নাই সুপার কিংসের।
আর লখনউয়ের হোটেলে পা দিতেই সবুজ-মেরুন অভ্যর্থনা পেলেন গোয়েঙ্কা। তাঁর শার্টের কলারের রংও সবুজ-মেরুন। মোহনবাগানের পক্ষ থেকে সোমবার যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যায়, গোলাপ ফুলে হোটেলে স্বাগত জানানো হচ্ছে গোয়েঙ্কাকে। তারপর দেখা যায়, হোটেলের কর্মীরা সবুজ-মেরুন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। তারাও অভিনন্দন জানান গোয়েঙ্কাকে। আর নীচে লেখা 'চ্যাম্পিয়ন্স'। পিছনে বাজতে থাকে 'আমাদের সূর্য মেরুন' গানটি। আপ্লুত গোয়েঙ্কা সকলকে ধন্যবাদ জানান।
আইপিএলে লখনউ এই মুহূর্তে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। ধোনির দলকে হারাতে পারলে শীর্ষে উঠে যাবেন পন্থরা। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি লখনউ। মোহনবাগান দ্বিমুকুট জিতেছে। এবার কি জোড়া 'চ্যাম্পিয়ন' হতে পারবেন গোয়েঙ্কা?