সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সফর সাঙ্গ করে মেসি-সহ লুইস সুয়ারেজ, রড্রিগো দি পলরা ফিরে গিয়েছেন দেশে। আর দেশে ফিরেই সুখবর পেলেন উরুগুয়ে তারকা। আরও একবছর ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি পাকা হয়েছে সুয়ারেজের। ফলে বলাই যায়, লিওনেল মেসির সঙ্গে তাঁর জুটির মেয়াদ আরও একবছর বাড়ল।
এটা হবে উরুগুয়ের তারকার জন্য ইন্টার মায়ামির হয়ে তৃতীয় মরশুম। ২০২৪ সালে মার্কিন ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। এরপর থেকে মেজর লিগ সকারে চুটিয়ে খেলেছেন। মায়ামিকে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জেতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে দলের হয়ে সর্বোচ্চ ২৫ গোল করেছেন তিনি। তাছাড়াও নিয়মিত মরশুমে মেসির সঙ্গে যৌথভাবে ২০ গোল করে এমএলএসে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন।
বার্সেলোনা, লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আয়াক্সের মতো দলের হয়েও মাঠ কাঁপিয়েছেন তিনি। ইন্টার মায়ামির তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'ঐতিহাসিক ২০২৫ মরশুম শেষে নতুন চুক্তিতে সই করেছেন সুয়ারেজ। ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ এবং এমএলএস কাপ জিতে তৃতীয় ও চতুর্থ শিরোপা জিতেছে। ট্রফিগুলি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সুয়ারেজ।
উল্লেখ্য, গত মরশুমে ভালো ফর্মে থাকলেও শেষ ল্যাপে এসে সেভাবে সাফল্য পাননি। তবে আরও একবছর তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে সুয়ারেজের উপর ভরসা রেখেছে মার্কিন ক্লাব। জর্দি আলবা, সের্গিও বুস্কেটসরা অবসর নিলেও সেই পথে না হেঁটে আরও একটা মরশুম মেসির সঙ্গে জুটি বেঁধে খেলবেন সুয়ারেজ।
