সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল সুপার লিগের নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দ্বিতীয় ম্যাচ ছিল দুই দলের কাছেই প্রত্যাবর্তনের লড়াই। তবে বোলপুর স্টেডিয়ামে ম্যাচটি শেষ হল অমীমাংসিত অবস্থায়।
প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও ব্যারেটোর দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের কাছে ১-৩ গোলে হারতে হয়েছিল এফসি মেদিনীপুরকে। তাদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন সুদীপ কুমার দাস। অন্যদিকে, সুন্দরবন বেঙ্গল অটো এফসির কাছে ১-২ গোলে হার স্বীকার করে বর্ধমান ব্লাস্টার্স। তবে, জয়ের সরণিতে ফিরে আসতে ব্যর্থ হল দুই দলই।
বৃহস্পতিবার খেলাটি বেশ উপভোগ্য হয়। দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোল কিছুতেই আসছিল না। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে এগিয়ে যায় বর্ধমান। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল পান মেবেঙ্গু। এক গোলে পিছিয়ে বিরতিতে যায় এফসি মেদিনীপুর।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মেদিনীপুর। প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকবার আক্রমণ চালায় তারা। আক্রমণে ঝাঁজও বাড়ে। ফলও মেলে হাতেনাতে। ৬৩ মিনিটে সোমনাথের গোলে সমতায় ফেরে মেদিনীপুর। তবে এরপর অনেক চেষ্টাতেও গোলের দেখা পায়নি দুই দল। ১-১ গোলে শেষ হয় খেলা। ড্রয়ের ফলে দুই দলই বেঙ্গল সুপার লিগে পয়েন্টের খাতা খুলল। ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছয় এবং সাতে রয়েছে বর্ধমান এবং মেদিনীপুর। দুই ম্যাচের কোনওটিতে না জিতে সবার শেষে কোপা টাইগার্স বীরভূম। দু’টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে মগডালে সুন্দরবন।
