মলয় কুণ্ডু: দেশের সেরা দুই ফুটবল ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আইএসএল শুরুর ঘোষণা করার সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের নাম বলতে গিয়ে ‘মোহনবেগান’ ও ‘ইস্টবেগান’ বলে বসেন মাণ্ডব্য। তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেশের ক্রীড়াজগৎও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর এমন কাণ্ডে যথেষ্ট ক্ষুব্ধ। এমন উচ্চারণ বিভ্রাট নিয়ে এবার মনসুখ মাণ্ডব্যকে কটাক্ষে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াজগতের বিভিন্ন সংস্থাকে আর্থিক সাহায্য প্রদান করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার ধন্যবাদ কলকাতার তিনটি ক্লাবকে। যাদের নাম নাকি দিল্লির স্পোর্টস মিনিস্টার উচ্চারণও করতে পারেন না!’’ এরপরই আইএসএলে রাজ্যের তিন ক্লাবের সাফল্য কামনা করে তিনি বলেন, ‘‘মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং, যারা আইএসএল-এ অংশগ্রহণ করবে, তাদের জন্য আমার অনেক শুভনন্দন থাকবে। আমি তো চাইবই তারা ভালো করে লড়ে জিতে আসুক।’’
এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস, প্রেসিডেন্ট দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার-সহ ক্রীড়াজগতের একাধিক নেতৃত্ব। ওই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত ২৯টি রাজ্য ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকার ১ কোটি ১৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে। সংস্থাগুলির হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলোকে অভিনন্দন। আপনারা সব সময় বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভালো পারফরম্যান্স করছে। আমরা চাই তারা আগামিদিনে আরও ভালো পারফরম্যান্স করুক।’’
কেন এই দিনটিকেই ক্রীড়াজগতকে আর্থিক সাহায্য প্রদানের জন্য বেছে নেওয়া হল? ব্যাখ্যা দিয়ে মমতার বক্তব্য, ‘‘১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। প্রতি বছরই তিন চারদিন আগে থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু করি। বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা শ্রেয়। তিনি খেলাধুলো ভালোবাসতেন। বলতেন, খেলাধুলোর মধ্য দিয়ে উন্নত চরিত্র গঠন, স্বাস্থ্য তৈরি হয়। ঐক্যবদ্ধ সংঘবদ্ধ মিলিত প্রয়াস তৈরি হয়। সেই লক্ষ্যেই রাজ্য সরকার এই সাহায্য প্রদান করছে।’’
প্রসঙ্গত, সামনে থাকা কাগজ দেখেও কলকাতা ময়দানের দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের নাম বিকৃতভাবে উচ্চারণ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। সেই নিয়ে তুমুল সমালোচনায় সরব দেশের ফুটবলপ্রেমীরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়, “বাংলার শতাব্দীপ্রাচীন দুই ফুটবল ক্লাবের নাম তাদের প্রাপ্য সম্মানের সাথে উচ্চারণ করতে পারেন না ক্রীড়ামন্ত্রী। ‘মোহনবেগান’ নয়, ওটা মোহনবাগান। ‘ইস্টবেগান’ নয়, ওটা হবে ইস্টবেঙ্গল।" এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী নিজেও।
