shono
Advertisement

Breaking News

Mohammedan Sporting

বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ হোক, এবার গর্জে উঠল মহামেডান স্পোর্টিং

শীঘ্রই কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন জমা দেবে ক্লাব।
Published By: Sulaya SinghaPosted: 09:06 PM Dec 09, 2024Updated: 04:28 PM Dec 10, 2024

প্রসূন বিশ্বাস: বাংলাদেশে লাগাতার হিন্দু তথা সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে এবার গর্জে উঠল মহামেডান ক্লাব। এই ঘটনার তীব্র নিন্দা করে মহামেডান সভাপতি আমিরউদ্দিন ববি জানালেন, শীঘ্রই কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন জমা দেবে ক্লাব।

Advertisement

সোমবার শতাব্দী প্রাচীন ক্লাবের সভাপতি কঠোর ভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতনের সমালোচনা করেন। বলেন, "আমরা এই ঘটনার নিন্দা করছি। যত দ্রুত সম্ভব এই অত্যাচার বন্ধ হওয়া উচিত। এই বার্তা নিয়েই ক্লাবের পাঁচ সদস্যের প্রতিনিধি দল কলকাতার ডেপুটি হাইকমিশনে যাবে। সেখানে ডেপুটেশন জমা দেওয়া হবে।"

ইতিমধ্যেই ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর ‘পরিকল্পিত’ নির্যাতনের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল ইস্টবেঙ্গল। সেখানে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সঙ্গে জানানো হয়, ইস্টবেঙ্গল ক্লাব দীর্ঘ ইতিহাসে জাতির নামে হিংসা, অত্যাচারের প্রতিবাদে সর্বদা সরব। ক্লাবের অধিকাংশ সমর্থকের পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছে লাল-হলুদ শিবির। এবার সোচ্চার হল মহামেডানও। সংখ্যালঘুদের উপর এই অত্যাচারে এপার বাংলার মানুষের মনও যে কাঁদছে, তা আরও একবার মনে করিয়ে দিল সাদা-কালো ক্লাব।

উল্লেখ্য, ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। লাগাতার চলছে সংখ্যালঘু নির্যাতন। এমন আবহেই বাংলাদেশ পৌঁছান ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। সোমবার সীমান্তের ওপারে সংখ্যালঘুদের নিরাপত্তা থেকে উপাসনাস্থলে হামলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক হয় বাংলাদেশ-ভারতের বিদেশ সচিবের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার কী ভূমিকা, তাও জানতে চেয়েছে নয়াদিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে লাগাতার হিন্দু তথা সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে এবার গর্জে উঠল মহামেডান ক্লাব।
  • মহামেডান সভাপতি আমিরউদ্দিন ববি জানালেন, শীঘ্রই কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন জমা দেবে ক্লাব।
  • সোমবার শতাব্দী প্রাচীন ক্লাবের সভাপতি কঠোর ভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতনের সমালোচনা করেন।
Advertisement